ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

‘তরী’ থেকে বাদ ঋতুপর্ণা, এন্ট্রি কার?

Ayesha Siddika | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪ - ০৬:০২:২৬ পিএম

বিনোদন ডেস্ক : এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে নির্মাতা পলাশ জানান, ঋতুপর্ণাকে বাদ দেয়া দেশের সংস্কারের অংশ। অভিনেত্রীর সঙ্গে চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই অভিনেত্রীকে না নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নির্মাতা পলাশের ভাষায়, বিষয়টি এরকম না আবার অনেকটা এরকম। আসলে চাইনি এ নিয়ে কোনো বিতর্ক হোক। সে কারণেই প্রয়োজনীয় সংস্কার। তাহলে ঋতুপর্ণার পরিবর্তে কাকে নেয়া হচ্ছে ‘তরী’ সিনেমায়? এমন প্রশ্নের উত্তরে জানা যায়, ঋতুপর্ণার পরিবর্তে ওই চরিত্রে নেয়া হচ্ছে টালিউড অভিনেত্রী শ্রীলেখাকে।
 
সিনেমায় শ্রীলেখাকে চুক্তিবদ্ধ করতে এরইমধ্যে কলকাতা থেকে শনিবার (৭ ডিসেম্বর) দেশে ফিরেছেন নির্মাতা। এ প্রসঙ্গে নির্মাতা পলাশ বলেন, সিনেমায় শ্রীলেখাই থাকছে। বিষয়টি চূড়ান্ত। তাই সিনেমায় ঋতুপর্ণার শূন্যস্থান পূরণ করতে শ্রীলেখা অভিনীত চরিত্রের পরিধিও বাড়ানো হচ্ছে।
 
প্রসঙ্গত, ‘তরী’ সিনেমার গল্প লিখেছেন আহাদুর রহমান। চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী। খুব শিগগিরই শুরু হতে পারে নতুন এ সিনেমার শুটিং।

 

 

কিউটিভি/আয়শা/০৮ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad