
বিনোদন ডেস্ক : শুক্রবার (৬ নভেম্বর) ফেসবুকে অভিনেত্রী বিয়ের বেশিকিছু ছবি পোস্ট করে জানান, সিঙ্গেল জীবনের অবসান হয়েছে তার। সঠিক সময় এবং সঠিক মানুষের দেখা পাওয়ার কারণেই দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত অভিনেত্রীর। দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে রাজধানীর বেইলি রোডে তার নিজ বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অভিনেত্রী।
পাত্র অস্ট্রেলিয়াপ্রবাসী সাইফ বাসুনিয়া। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে সিডনিতে বসবাস করছেন তিনি। সাইফের সঙ্গে তানজিকার পরিচয় ২০১৮ সালে। এরপর পরিচয় থেকে বন্ধুত্ব, অবশেষে বিয়ের সিদ্ধান্ত। বিয়ে প্রসঙ্গে তানজিকা সংবাদমাধ্যমে বলেন, আমাদের শুধু আকদ হয়েছে। জুমার আগে, একেবারে পারিবারিকভাবে। আত্মীয়স্বজনেরা ছিলেন।
তিনি আরও বলেন, সাইফকে আমি ২০১৮ সাল থেকে চিনলেও কখনো তাকে বিয়ে করব, এমনটা ভাবিনি। তবে আমাদের বন্ধুত্ব ছিল। সেটা যে প্রেম বা বিয়েতে গড়াবে, তা ভাবিনি। অবশেষে তা হয়ে গেল।
প্রসঙ্গত, ছোটপর্দায় অভিনয় করলেও দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বকুল ফুলের মালা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তানজিকার। বিয়ের পর প্রবাসী স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়া পাড়ি জমাবেন কিনা এমন প্রশ্ন অভিনেত্রীকে করলে তিনি জানান, ঢাকা তার প্রাণের শহর, অভিনয় তার প্রাণের জায়গা। তাই অস্ট্রেলিয়া গেলেও দেশের টানে আসা-যাওয়ার মধ্যেই থাকবেন অভিনেত্রী।
কিউটিভি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৪