ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

ঐশ্বরিয়া ও সালমানের প্রসঙ্গ উঠতেই যা বললেন বিবেক

Ayesha Siddika | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ - ০১:০৬:৫৬ পিএম

বিনোদন ডেস্ক : একের পর এক হিট ছবিতে অভিনয়ের পরও একসময় হাতে কাজ ছিল না বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের। তার প্রেমজীবন নিয়েও কম সমালোচনা হয়নি। সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে তার সম্পর্কের কারণে একসময় অভিনেতা সালমান খানের বিরাগভাজন হয়ে পড়েন বিবেক। তার প্রভাব পড়ে তার অভিনয় জীবনেও। 

ঐশ্বরিয়াকে নিয়েই বিবেকের সঙ্গে এক সংবাদ সম্মেলনে কথা কাটাকাটি হয় সালমান খানে। সেই সময় বিবেক এ-ও জানিয়েছিলেন যে, সালমান নাকি তাকে হুমকিও দিয়েছিলেন। বিবেক-ঐশ্বরিয়া ও সালমানের ত্রিকোণ সম্পর্ক নিয়ে একসময় বিস্তর আলোচনা হয় ইন্ডাস্ট্রিতে। এরপর অভিনয়ের সুযোগ কমে যাওয়ায় অন্য পেশা বেছে নিতে বাধ্য হন বিবেক। সম্প্রতি ঐশ্বরিয়া ও সালমান প্রসঙ্গে বিবেক বললেন—ঈশ্বর ওদের ভালো করুন।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, নিত্যদিন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যের খবর পাওয়া যায় নেটদুনিয়ায়। বলিপাড়ায় কানাঘুষা চলছে— বিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন এ দম্পতি। অন্যদিকে লরেন্স বিষ্ণোইয়ের তরফে নিত্যদিন প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান খান। এর মাঝেই এক সাক্ষাৎকারে বিবেক মন ও সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে কথা বলতেই উঠে আসে ঐশ্বরিয়ার প্রসঙ্গ। তাকে জিজ্ঞেস করা হয় অভিষেকের কথা। তখন অভিনেতা বলেন, অভিষেক মানুষটা বড্ড মিষ্টি ও ভালো মানুষ। ঐশ্বরিয়া ও সালমান প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিবেক বলেন, ঈশ্বর ওদের ভালো করুন।

একটা সময় ইন্ডাস্ট্রিতে কাজ কমে আসতে বাধ্য হয়ে ব্যবসায় মন দেন বিবেক। সেই সময় মানতে কষ্ট হলেও বর্তমান সময়ে দাঁড়িয়ে বিবেক বলেন, হয়তো আমার জীবনটাই মেকি হয়ে যেত, যত রাজ্যের ঝুটো মানুষদের মাঝে থেকে। কেউ যদিও আমাকে দুটো বাজে কথাও বলে আমি গায়ে মাখি না। কারণ আমার জীবনের লক্ষ্য আমার কাছে পরিষ্কার। উল্লেখ্য, ২০০৭ সালে অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে চার হাত এক হয় ঐশ্বরিয়ার। কিন্তু বিবেকের সঙ্গে সালমানের কলহ প্রায় সর্বজনবিদিত। মাঝে অনেক বছর পেরিয়ে গেছে। সালমানের কাছে ক্ষমা চেয়েছেন বিবেক।

 

 

কিউটিভি/আয়শা/০৬ ডিসেম্বর ২০২৪,/দুপুর ১:০৩

▎সর্বশেষ

ad