ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

বরিশালে নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিরুদ্ধে অভিযান

Ayesha Siddika | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ - ১০:৪১:১২ পিএম

ডেস্ক নিউজ : বরিশালে নিষিদ্ধ পলিথিন বা পলিপ্রপাইলিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।রোববার (৩ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক। এ সময় মাছ ও সবজি বাজারসহ অন্যান্য দোকানগুলোতে যে পলিথিন বা পলিপ্রপাইলিন শপিং ব্যাগ আছে কি না তা দেখেন তারা। একইসঙ্গে ব্যবসায়ীদের সতর্কও করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, নিষিদ্ধ পলিথিন বা পলিপ্রপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কেউ পলিথিন ব্যবহার করে তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগামীতেও এই অভিযান চলবে বলেও জানান তিনি। অভিযানে তিনি পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার বন্ধে সবার সহযোগিতা কামনা করেন।

অভিযানে  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মো. শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান, মো. রবিউল হাসান ভূঁইয়াসহ পরিবেশ অধিদপ্তর বরিশালের কর্মকর্তারা। এর আগে ১ নভেম্বর থেকে কাঁচাবাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়।

সরকারের এ নির্দেশ যারা অমান্য করবেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে জেলা প্রশাসনের উদ্যোগে মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। এছাড়া পলিথিন উৎপাদনকারী ও বিক্রয়কারীর বিরুদ্ধে অভিযান চালানো হবে। ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়।

 

 

কিউটিভি/আয়শা/০৩ নভেম্বর ২০২৪,/রাত ১০:৩৪

▎সর্বশেষ

ad