
ডেস্ক নিউজ : শনিবার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ সত্যের শক্তি’ আয়োজিত নাগরিক সংলাপে তিনি এ মন্তব্য করেন। ফারুক বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায়ও বাজার সিন্ডিকেট থাকার কঠোর সমালোচনা করেন। আওয়ামী লীগের দুর্নীতিবাজরা এখনও দেশে আছে তারাই অস্থিরতা চলছে৷ সচিবালয় ও প্রশাসন থেকে আওয়ামী লীগের প্রেতাত্মাদের বের করতে না পারলে সফলতা আসবে না।’
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে দ্রুত একটি সমাধানে আশা উচিত। তা না হলে মানুষের মধ্যে মঈনউদ্দিন-ফখরুদ্দিনের কথা মনে পড়ে যাবে।’এসময় ভারতের সঙ্গে শেখ হাসিনার সব চুক্তি জনগণের সামনে উন্মোচন করার দাবি জানান তিনি।
কিউটিভি/আয়শা/১২ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৫০