
ডেস্ক নিউজ : রংপুর নগরীতে ১২০ কেজি গাঁজাসহ আব্দুল হামিদ (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন তাজহাট থানার পুলিশ। মঙ্গলবার (১৪ মে) সকাল ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার আব্দুল হামিদ কুড়িগ্রমের নাগেশ্বরী উপজেলার ধনিগাগলা এলাকার আজগর আলীর ছেলে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, একটি কাভার্ডভ্যানে করে গাঁজা পাচার করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করে। এ বিষয়ে মাদক আইনে মামলা করা হয়েছে।
কিউটিভি/আয়শা/১৪ মে ২০২৪,/বিকাল ৫:৫০






