বিদ্যুতের অযৌক্তিক মিটার রেন্ট-ডিমান্ড চার্জ প্রত্যাহারের দাবি

Ayesha Siddika | আপডেট: ১১ মে ২০২৪ - ০৩:৪৬:৫৬ পিএম

ডেস্ক নিউজ : বিদ্যুতের অযৌক্তিক মিটার রেন্ট ও ডিম্যান্ড চার্জ প্রত্যাহারের দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন করেছে সামাজিক সংগঠন খুলনা নাগরিক সমাজ। শনিবার (১১ মে) দুপুরে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আগামী এক মাসের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হলে আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেন সংগঠনের নেতারা।

খুলনা নাগরিক সমাজসহ অন্যান্যদের আন্দোলনের মুখে তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক সংবাদ সম্মেলন করে অন্যান্য প্রতিশ্রুতির সাথে ঘোষণা করেছিলেন যে, মিটারের মূল্য সমন্বয় হওয়ার পর আর কোনো মিটার ভাড়া নেওয়া হবে না। মিটার স্থাপনের সময় আবাসিক মিটারের ক্রয়মূল্য ছিল ৩,২০০ টাকা এবং বাণিজ্যিক মিটারের মূল্য ছিল ১৪,০০০ টাকার মতো। অথচ, গত ৮ বছর যাবত উপরিল্লিখিত হারে মিটার ভাড়া নেওয়া হচ্ছে, যা ক্রয়মূল্যের চেয়ে অনেক বেশি নেওয়া হয়েছে।

বাবুল হাওলাদার আরও বলেন, সরকার একদিকে গ্রাহকের ব্যবহৃত বিদ্যুতের ওপর ভ্যাট গ্রহণ করছে, যা সংবিধিবদ্ধ। অন্যদিকে বিদ্যুতের চার্জ বাবদ মোট চার্জ হিসেবে অর্থ নেওয়ার পরও ডিম্যান্ড চার্জের নামে একটি বিশাল অংকের টাকা গ্রহণ করছে সংস্থাটি। যে বিষয়টি বোধগম্য বা গ্রহণযোগ্য নয়। আমরা ওজোপাডিকোর প্রতি মিটার ভাড়া এবং ডিম্যান্ড চার্জ প্রত্যাহার, প্রিপেইড মিটার স্থাপনের সময় খুলে নেওয়া এনালগ মিটারের জামানত/মূল্য ফেরৎ সমন্বয় করার আহ্বান জানাচ্ছি। চলতি মাসের মধ্যে সংস্থাটি এ ব্যাপারে গ্রাহকদের সন্তোষজনক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে প্রত্যাশা করছি। অন্যথায় দাবি পূরণে লাগাতার আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আ.ফ.ম মহাসিন, খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মো. নাসির উদ্দিন, আমরা বৃহত্তর খুলনাবাসির সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সিনিয়র সাংবাদিক আবু হাসান, নাগরিক নেতা মো. দেলোয়ার হোসেন, ডা. মোসাদ্দেক হোসেন বাবলু, ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, গণসংহতি আন্দোলনের মুনীর চৌধুরী সোহেল, আ খ ম শাহিন, নারী নেত্রী নাফিসা ইসলাম প্রমুখ।

 

 

কিউটিভি/আয়শা/১১ মে ২০২৪,/বিকাল ৩:৪৫

▎সর্বশেষ

ad