
স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বুধবার রাতে মুখোমুখি হয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড ও পিএসজি। খেলা ডর্টমুন্ডের মাঠ সিগনাল ইডুনা পার্কে হলেও বিশ্বজুড়ে ফ্যান ফেভারিট ছিল পিএসজিই। এমনকি শক্তিমত্তার দিক দিয়েও এমবাপেরা ছিলেন এগিয়ে।
তবে ঘরের মাঠে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে নিজেদের এগিয়ে রাখল ডর্টমুন্ড। ম্যাচের ৩৬তম মিনিটে নিকলাস ফুলক্রুগের একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
ফিরতি লেগে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ঘুরে দাঁড়াবে দল, এমনটাই প্রত্যাশা করেন পিএসজির কোচ লুইস এনরিকে। যেহেতু ব্যবধানতা মাত্র এক গোলের, সেহেতু একটু চেষ্টা করলেই দ্বিতীয় লেগে জয়্য তুলে নিয়ে ফাইনালে জায়গা করা সম্ভব বলে মনে করছেন তিনি।
গতরাতের ম্যাচে দলের খেলোয়াড়রা বেশ কিছু সুযোগও নষ্ট করেছেন বলে কিছুটা হতাশ পিএসজি কোচ। তিনি বলেন, ‘কেউ বলেনি সেমিফাইনালে ম্যাচটি সহজ হতে যাচ্ছে। ড্রেসিংরুমে ছেলেরা একটু হতাশ। যেহেতু আমাদের সুযোগ ছিল, কিন্তু আমরা দুবার পোস্টে বল মেরেছি। আপনাকে মানতে হবে, এটা ব্যতিক্রমী একটি স্টেডিয়াম। কিন্তু আমি নিশ্চিত, আমরা প্যারিসে আরও শক্তিশালী থাকব। আমাদের হারানোর কিছু নেই।‘
লুইস এনরিকের কথা থেকে এটা পরিষ্কারভাবেই বোঝা যায় যে, নিজেদের মাঠে সর্বোচ্চটা দিয়েই খেলতে নামবে পিএসজি। কাঙ্ক্ষিত পারফরম্যান্স দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করতে মরিয়া তারা।
কিউটিভি/আয়শা/০২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:১৪