
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান দলের কোনো স্থায়ী কোচ ছিল না। লম্বা সময় আপদকালীন কোচ দিয়ে কাজ চালানোর পর অবশেষে সাদা বল এবং লাল বলের জন্য আলাদা আলাদা কোচ নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সাদা বলের কোচ হিসেবে ভারতের বিশ্বকাপ জয়ী কোচ গ্যারি কারস্টেনকে নিয়োগ দিয়েছে পিসিবি।
আগামী মাসেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কারস্টেনের নেতৃত্বে এই টুর্নামেন্টে এক অন্য পাকিস্তানকে দেখা যাবে বলে মনে করেন ডি ভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে এই বিষয়ে কথা বলেছেন মিস্টার ৩৬০ ডিগ্রি নামে খ্যাত এই ক্রিকেটার। ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি শুধু একটা কথাই বলতে চাই, আরও গোছালো পাকিস্তান দেখার জন্য প্রস্তুত হোন। প্রস্তুত হোন কিছু খেলোয়াড়ের নিজেকে শীর্ষে তুলে ধরা দেখতে। যারা বিশ্বমঞ্চে নিজেদের জানান দেবে এবং খেলাটাকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।’
কারস্টেনের প্রথম বড় চ্যালেঞ্জ হবে জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। গত আসরে ফাইনাল খেলা বাবরের দল এবার গ্রুপ পর্বে ভারত, আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবে। এরপর সুপার এইট পর্ব পেরিয়ে পাকিস্তান নকআউটে উঠবে বলে আশাবাদী দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক, ‘পাকিস্তান সাদা বল ক্রিকেটে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হয়ে উঠবে। আমি আশা করছি তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউটের দরজায় কড়া নাড়বে।’
ভারতকে বিশ্বকাপ জেতানো কারস্টেন নিজের দেশ দক্ষিণ আফ্রিকারও কোচ ছিলেন। সেসময় দলের অধিনায়ক ছিলেন ডি ভিলিয়ার্স। কারস্টেনের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘আমি তোমার চেয়ে ভালো নই, শুধু তোমাকে সঙ্গ দিতে এসেছি। সেটা হোক চাপের সময়, ভালো সময় বা মন্দ সময়। দক্ষিণ আফ্রিকার কোচ হয়ে আসার পর ঠিক এটাই বলেছিলেন আমাকে। যেটা তিনি ভারতেও করেছেন, সেখানে ২০১১ বিশ্বকাপও জিতেছেন। সবাই দেখেছে ওই সময় ভারতীয় দল কেমন উন্নতি করেছিল।’
কিউটিভি/আয়শা/০২ মে ২০২৪,/রাত ১২:০০