
ডেস্ক নিউজ : অভয়াশ্রমের নিষিদ্ধ সময়ে মাছ ধরার অপরাধে বরিশালের হিজলায় ৮ জন অসাধু জেলেকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।
তিনি জানান, বৃহস্পতিবার (২৮ মার্চ) হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমের বিভিন্ন অংশে যৌথভাবে অভিযান চালিয়ে ৮ অসাধু জেলেকে আটক করা হয়।
পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ পরিচালিত মোবাইল কোর্টে সোপর্দ করা হয়। কোর্ট তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা দেন।
কিউটিভি/আয়শা/২৯ মার্চ ২০২৪,/দুপুর ১:৪০