
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে চার কেজি গাঁজাসহ আসিফ হাওলাদার (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে পৌরসভার কৃষ্ণকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসিফ হাওলাদার রাজাপুর উপজেলার কানুনিয়া এলাকার জামাল হাওলাদারের ছেলে। গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে চার কেজি গাঁজা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।
কিউটিভি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৪