
ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, দুপুরের দিকে হাসপাতালে আসা মানুষ রাস্তা পার হওয়ার সময় ডিভাইডারের মাঝে কাপড়ে মোড়ানো একটি বস্তু দেখতে পায়। কাপড়টি একটু সরানোর পর নবজাতকের মাথা ও পা দেখতে পেয়ে ট্রিপল নাইনে ফোন দেয়া হয়। পরে কোতোয়ালি থানার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, পুলিশ কন্ট্রোল থেকে সংবাদ পেয়ে হাসপাতালের সামনের রাস্তায় ঘটনাস্থলে আসি। রাস্তার ডিভাইডারের ওপর থেকে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিউটিভি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:২৪