
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ৮৪ বোতল ফেন্সিডিলসহ তরিকুল ইসলাম তারেক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। গ্রেফতারকৃত তরিকুল জেলার নিয়ামতপুর উপজেলার রাউতারা গ্রামের একরামুলের ছেলে। সোমবার সকালে র্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৫ সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে রোবরাব রাত সাড়ে ৮টার নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রাউতাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তরিকুলের বসত বাড়ির ওয়াশরুমের ভিতর সাদা বস্তার মধ্যে লুকিয়ে রাখা ৮৪ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী তরিকুল ইসলাম কে গ্রেফতার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত তরিকুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করে আসছিলো। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়ামতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
কিউটিভি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:০০