
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি চোলাইমদ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মোটরসাইকেল জব্দ চলমান পরিস্থিতিতে অত্র জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলা পুলিশ সবোর্চ্চ সতর্ক অবস্থানে আছে। এরোই ধারাবাহিকতায় অদ্য
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যার দিকে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর সুদক্ষ দিক-নির্দেশনায় মানিকছড়ি থানার উপ-পরির্দশক এসআই ;(নিঃ) এন্তেজারুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ মানিকছড়ি থানা এলাকায় ডিউটি করাকালীন মানিকছড়ি থানাধীন মহামুনি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ নিয়ে মাটিরাঙ্গা থেকে চট্রগ্রাম এর উদ্দেশ্যে রওনা করেছে এমন সংবাদের ভিত্তিতে যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায় আসামী মো. হেদায়েত(২৪), মো. মনির হোসেন (২৩)কে ৩০ লিটার চোলাইমদ সহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী মো. হেদায়েত(২৪), গোমতি ইউনিয়নের বাসিন্দা মো.আদম আলী এর ছেলে।মো. মনির হোসেন (২৩)মাটিরাঙ্গা পৌরসভার নতুনপাড়া ২নং ওয়ার্ডের মো.জামাল হোসেন এর ছেলের। থানা পুলিশ জানান আসামীদের বিরুদ্ধে মামলা রুজু প্রত্রুিয়াধীন রয়েছে।
কিউটিভি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:০০