
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে রহিমা বেগম নামে এক নারীকে হত্যার ঘটনায় তার স্বামী মো. আমিন মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ শারমীন নিগারের আদালত একই সঙ্গে আমিন মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদন্ড আদেশ দেন। আমিন মিয়া (৩৪) বাঞ্ছারামপুর উপজেলার দড়িকান্দি ইউনিয়নের খাল্লা নতুনপাড়ার বাসিন্দা। আমিনের স্ত্রী রহিমা বেগম উপজেলার ছয়ফুল্লাহকান্দি ইউনিয়নের মধ্যনগর গ্রামের মুন্সিবাড়ির জাকির হোসেনের মেয়ে। রায় প্রদানের সময় আসামী আমিন আদালতে উপস্থিত ছিলেন।
২০২১ সালের ১৪ ডিসেম্বর স্বামীর বাড়িতে হত্যাকান্ডের শিকার হন রহিমা বেগম। ঘটনার পর পর আমিন প্রচার করতে থাকে যে বাসায় চোর ঢুকে হামলা করে এ হত্যাকান্ড ঘটায়। এ ঘটনায় ১৬ ডিসেম্বর আমিনকে আসামী করে বাঞ্ছারামুপর থানায় হত্যা মামলা দায়ের করেন জাকির হোসেন। ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি আমিনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দায়ের করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে রহিমা বেগমের (২৮) সঙ্গে খাল্লা নতুনপাড়া গ্রামের বাসিন্দা অটোরিকশা চালক মো. আমিন মিয়ার বিয়ে হয়। তাদের ঘরে আট বছরের একটি কন্যা সন্তান রয়েছে। আমিন ২০২১ সালের সেপ্টেম্বর মাসে খাল্লা গ্রামের এক ব্যক্তির কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নেন। ওই টাকা পরিশোধ করতে স্ত্রীকে চাপ দেন আমিন।
স্ত্রী রহিমা এতে অপারগতা প্রকাশ করলে এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্যের জের ধরে হত্যাকান্ড ঘটায় আমিন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের সরকারি কৌসুলি মাহবুব আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকদেরকে তিনি জানান, আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।
কিউটিভি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৫২