
শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ ৩৫ বোতল নেসিডিলসহ হাবিবুর রহমান(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান গোগার অগ্রভুলোট গ্রামের নজরুল ইসলাম এর ছেলে। এ ব্যাপারে শার্শা থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। মামলা নং ১৯, তাং ২২/১১/২৩। আটক হাবিবুর রহমানকে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।
শার্শা থানার এস আই রাশেদ জানান, শার্শা থানার অফিসার ইন চার্জ এস এম আকিকুল ইসলাম এর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বুধবার সন্ধা রাতে গোগার কালিয়ানি মাঠের ব্রিজের উপর দিয়ে মাদকের একটি বড় চালান পার হবে। এমন সংবাদে শার্শা থানার সেকেন্ড অফিসার এস আই সলিমুল হক এর নেতৃত্বে এ এস আই মোজাফফার ও এ এস আই ওবায়দুর ভুলোট থেকে ছেড়ে আসা লাল রংয়ের একটি মোটর সাইকেল গতি রোধ করে।
এ সময় হাবিবুর নামে যুবককে মোটর সাইকেল থেকে নামিয়ে তল্লাসি করে তার কাছে থানা বিশেষ ভাবে লুকায়িত ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। পুলিশ হাবিবুরকে ফেনসিডিলসহ তার ব্যবহারিত মোটর সাইকেল আটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আটক মাদক ব্যবসায়ী হাবিবুর জানান সে গত কয়েক মাস ধরে অগ্রভুলোট সীমান্ত দিয়ে ভারতের ঝাউডাঙ্গা সীমান্ত থেকে ফেনসিডিল এনে বিক্রি করি। হাবিবুর আরও জানান ভারত থেকে প্রতি বোতল ফেনসিডিল বাংলা এক হাজার টাকা করে ক্রয় করে বারোপোতা ও বেনাপোল এলাকায় বারোশ টাকা থেকে দেড় হাজার টাকায় বিক্রি করে।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইন চার্জ এস এম আকিকুল ইসলাম জানান, হাবিবুর নামে এক মাদক ব্যবসায়ীকে ৩৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। তিনি বলেন মাদকে কোন ছাড় নেই। তিনি শার্শা উপজেলাকে মাদক মুক্ত করতে সব ধরনের মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিতে বা তাদের বিরুদ্ধে তথ্য দিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন ।
কিউটিভি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:১৪