
খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : জাজিরায় পুলিশের অভিযানে বিপুল পরিমান পরিবেশের ক্ষতিকারক অবৈধ পলিথিন জব্দ হয়েছে। ১৩ নভেম্বর সোমবার ভোররাত ৪টার দিকে অবৈধ পলিথিন বহন করার সময় বহনকারী ট্রাকটি আটক করা হয়। পরবর্তীতে জাজিরা উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় পলিথিন জব্দ করা সহ পলিথিন বহনকারীকে জরিমানা করা হয়।
জানাগেছে, জাজিরা থানা পুলিশের উপ-পরিদর্শক তাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজিরহাট পল্লি বিদ্যুৎ পাওয়ার হাউজের নিকট সড়ক থেকে একটি ট্রাক আটক করে। পরবর্তীতে জাজিরা উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় আটককৃত ট্রাক তল্লাশি করে পরিবেশের জন্য ক্ষতিকর ১ হাজার ৪০০ কেজি পলিথিন জব্দ করা হয়। যাহা ৪৮টি বস্তাবন্দি ছিল।
পরে জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পলিথিন বহনকারী ট্রাক চালক পিরোজপুর জেলার স্বরূপকাঠির মো: কামাল চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এতে প্রসিকিউশন প্রদান করেছেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল নোমান।
কিউটিভি/আয়শা/১৩ নভেম্বর ২০২৩,/বিকাল ৪:২৮