ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

শার্শায় পুলিশের অভিযানে বিএনপি জামায়াতের ৭ জন নেতা কর্মি আটক

Ayesha Siddika | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ - ০৬:৩১:৫৬ পিএম

শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৮ জন নেতা কর্মিকে আটক করেছে। আটক নেতাকর্মিদের মঙ্গলবার বিকালে বিষ্ফোরক ও নাশকতার অভিযোগে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। যার মামলা নং ৭, তাং ০৬/১১/২৩ ।

আটক নেতা কর্মিরা হলেন শার্শা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মাদ্রাসা শিক্ষক সাতমাইল গ্রামের লুৎফর রহমানের ছেলে মোঃ জামাল উদ্দিন(৫৩), কালিয়ানি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মাওঃ মোঃ ইব্রাহিম(৬৮), সম্বন্ধকাঠি গ্রামের মৃত হযরত আলী সরদারের ছেলে আব্দুল গনি নেদু(৫৫), লক্ষনপুর গ্রামের সরোয়ার হোসেনের ছেলে মঞ্জুরুল হাসান বাবু(৪৮), পারুইঘুপি গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক((৬৫) ও টেংরা গ্রামের আমানত উল্লার ছেলে মনিরুজ্জামান মনির(৪৫)।

আটককৃতদের স্বজনেরা জানান,কোন অভিযোগ বা মামলা ছাড়াই তাদের আটক করা হয়েছে। তারা জানান, যাদেরকে আটক করা হয়েছে তারা সবাই সাধারন খেটে খাওয়া মানুষ। এর মধ্যে কেউ কৃষি কাজ করে, কেউ শিক্ষকতা করে, কেউ সাবেক জনপ্রতিনিধি ও সমাজ সেবক ও কেউ ব্যবসার সাথে জড়িত। স্বজনেরা আরও জানান, পুলিশ অবিযান চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ও মাঠ থেকে বিএনপি জামায়াত করারু অভিযোগে সাধারন মানুষদেরকে আটক করছে।

এ ব্যাপারে জামায়াতের কেন্দ্রীয় সুরা সদস্য ও যশোর জেলা জামায়াতের সাবেক আমির মাওঃ আজিজুর রহমান এক বিবৃতিতে, ৮জন নির্দোস মানুষকে বেআইনি ভাবে আটক করে অসত্য নাশকতা মামলায় কারাগারে পাঠানোয় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মাওঃ আজিজুর রহমান বলেন. কোন অভিযোজ ছাড়া নির্দোস কোন মানুষকে আটক করা নাগরিক অধিকারের চরম লঙ্ঘন । তিনি এমন ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আটককৃতদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার অফিসার ইনচার্জ এস এম আকিকুল ইসলাম বলেন আটককৃতদের বিরুদ্ধে শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় হরতাল ও অবরোধ চলাকালে নাশকতা করার অভিযোগ রয়েছে। তিনি বলেন আটককৃতদের নামে আটক নেতাকর্মিদের মঙ্গলবার বিকালে বিষ্ফোরক ও নাশকতার অভিযোগে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০৭ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:২৮

▎সর্বশেষ

ad