ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

ঝালকাঠিতে নবনির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন

Ayesha Siddika | আপডেট: ০৭ নভেম্বর ২০২৩ - ০৫:২৬:২৮ পিএম

গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : বহুল প্রতিক্ষিত ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত বহুতল ভবনটি উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ৭মার্চ সকালে প্রধান অতিথি হিসেবে ফলক উম্মোচন করে দৃষ্টিনন্দন ভবনটি উদ্বোধন করেন আওয়াীলীগের বর্ষীয়ান নেতা, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমির হোসেন আমু।

এই ভবনটি উদ্বোধনের মধ্যদিয়ে ঝালকাঠির আদালত ভবনের জায়গার সমস্যা সমাধানের পাশাপাশি বিচারকার্যে গতি বাড়বে বলে মনে করেন আইনজীবী ও বিচারপ্রার্থীরা। প্রকল্প সংশ্লীষ্টরা জানান নির্ধারিত সময়ের মধ্যেই ভবনটি প্রত্যয়ি সংস্থার নিকট হস্তান্তর করা হয়েছে।

ঝালকাঠি জেলা জজ আদালত ভবনের বিপরীত পাশে ৫০ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয়ে ১২ তলা ভিত বিশিষ্ট ৮তলা দৃষ্টিনন্দন এই ভবনটিতে রয়েছে আধুনিক নানা রকম সুযোগ সুবিধা। বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীদের সুবিধার জন্য এখানে রয়েছে ২২টি এজলাস, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য ৫০০ কেবি সাবস্টেশন, অত্যাধুনিক ৩টি লিফট (একটি বিচারকদের জন্য ও অপর দুইটি আদালতের অন্যান্য কর্মচারী ও বিচারপ্রার্থীদের জন্য), দৃষ্টিনন্দন লাইব্রেরী, কনফারেন্স রুম এবং বিচারকদের খাস কামড়া। এছাড়াও এখানে নারী ও পুরুষদের জন্য পৃথক হাজতখানাসহ প্রয়োজনীয় অফিসরুম এবং শৌচাগাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

গতপূর্ত বিভাগের এই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইসলাম ব্রাদার্স এর স্বত্বাধিকারী মো. মনিরুল ইসলাম তালুকদার বলেন, ‘২০১৮ সালের ১৫ সেপ্টম্বর  ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি ভিত্তি প্রস্তর স্থাপন করে ভবন নির্মান কাজের উদ্বোধন করেন। পাঁচ বছরে নির্মান কাজ সমাপ্ত করা হয়েছে। 

জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক বনি আমিন বাকলাই বলেন, ‘দিনদিন মামলার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ঝালকাঠি আদালত চত্তরে বিচারপ্রার্থী ও আইনজীবীর সংখ্যা বেড়েই চলছে। এতোদিন ভবন ও এজলাসের সংকটের কারণে আইনি প্রকৃয়া বিলম্ব হতো। নতুন এই ভবনটির ব্যবহার শুরু হলে বিচারপ্রার্থী ও আইনজীবীদের স্থান সংকট সমাধানের পাশাপাশি দীর্ঘদিন ধরে চলমান মামলার জটের নিষ্পত্তি হবে।’

তিনি আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। দক্ষিণ অঞ্চলের মানুষের স্বপ্নের পদ্ম সেতু করেছেন। যা মানুষের স্বাধীনতার পর থেকে চাওয়া পাওয়া আকাঙ্খা ছিল। সারা দেশে তেমনি করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের নতুন ভবন নির্মাণ করেছেন।’

ঝালকাঠির গণপূর্ত বিভাগ নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব), ফয়সাল আলম বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা বিনির্মাণে যে উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছেন তারই অংশ হিসেবে এই ভবনটি নির্মান করা হয়েছে। ১২ তলা ভিত বিশিষ্ট ৮ম তলা পর্যন্ত ভবনটি নির্মান করতে প্রথম টেন্ডারে ৫০ কোটি ২৮ লক্ষ টাকা ব্যয় ধরা হলেো পরবর্তীতে তা বৃদ্ধি করে ৬০ কোটি টাকার অধিক করা হয়েছে।

কিউটিভি/আয়শা/০৭ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:২১

▎সর্বশেষ

ad