
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ সীমান্ত এলাকায় শুক্রবার রাতে অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ মো. রাব্বি মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকের প্যান্টের পকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া রাব্বি দক্ষিণ মিনারকোট গ্রামের কবির মিয়ার ছেলে।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ইয়াবা কেনা-বেচার খবরে মিনারকোট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন যুবকের প্যান্টের পকেট তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা পাওয়া যায়। গ্রেপ্তার হওয়া যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এর আগেও তার নামে একটি মামলা ছিলো। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
কিউটিভি/আয়শা/০৪ নভেম্বর ২০২৩,/বিকাল ৫:১৪