বর্তমান সরকারের অধীনেই নির্বাচন: কৃষিমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ - ০৯:৩৮:০১ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশে বর্তমান সরকারের অধীনেই সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবে। সেই নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু, সুন্দর ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

অন্যদের মধ্যে বত্তৃদ্ধতা করেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমান খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান প্রমুখ।

এর আগে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু মডেল গ্রামের সুবিধাভোগী সদস্যদের মাঝে ঋণের চেক বিতরণ ও বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন করেন কৃষিমন্ত্রী। এ সময় কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আমলে দেশের দৃশ্যমান উন্নয়ন হয়েছে। কাজেই আগুন সন্ত্রাসীদের পক্ষ প্রত্যাখ্যান করে মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে শান্তির পক্ষে উন্নয়নের প্রতীক নৌকাতেই ভোট দেবে।

ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসলাম হোসাইনের সভাপতিত্বে ধনবাড়ী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনছার আলীর সঞ্চালনায় সমাবেশে সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক শফিকুর রেজা বিশ্বাস, ঢাকা বিভাগীয় যুগ্ম নিবন্ধক শেখ কামাল হোসেন, সাবেক অতিরিক্ত নিবন্ধক ও বঙ্গবন্ধু মডেল গ্রামের সভাপতি মো. আসাদুজ্জামান দুলাল প্রমুখ বক্তৃতা করেন।

 

 

কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:৩৩

▎সর্বশেষ

ad