
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর সঙ্গে তীব্র লড়াইয়ে বড় ধরনের সফলতার দাবি করেছে কিয়েভের সেনাবাহিনী। দেশটির শীর্ষ কমান্ডার কর্নেল জেনালের ওলেক্সান্ডার সিরস্কি জানান, আক্রমণে বড় ধরনের সফলতা পেয়েছে সেনারা।
তবে বাখমুতে রুশ বাহিনীর বিরুদ্ধে এই জয়কে আংশিক সাফল্য হিসেবে বিবেচনা করা উচিত বলে সতর্ক করেন তিনি।এর আগে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেন সীমান্তের কাছে দুটি রুশ যুদ্ধবিমান এবং দুটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়।
উত্তর-পূর্ব ইউক্রেন সংলগ্ন ব্রায়ানস্ক অঞ্চলে একটি অতর্কিত হামলায় রাশিয়ান সুখোই এসইউ-৩৪ ও এসইউ-৩৫ ফাইটার এবং দুটি এমআই-৮ হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করা হয়। প্রাথমিক তথ্যমতে পাইলটদের ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা করার কথা ছিল।
কিউটিভি/আয়শা/১৫ মে ২০২৩,/সন্ধ্যা ৬:৩১