চার্লসের অভিষেক: লন্ডনে রাজতন্ত্রবিরোধী বিক্ষোভ

Ayesha Siddika | আপডেট: ০৬ মে ২০২৩ - ০৭:২৭:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা গার্ডিয়ান জানিয়েছে, শনিবার (৬ মে) সকালে চার্লসের রাজ্যাভিষেকের আগ মুহূর্তে ট্রাফালগার স্কয়ার থেকে বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়। এদের মধ্যে ‘রিপাবলিক’ ক্যাম্পেইনের প্রধান নির্বাহী গ্রাহাম স্মিথও রয়েছেন। ট্রাফালগার স্কয়ারে বিক্ষোভের মূল জায়গায় অন্য বিক্ষোভকারীদের জন্য পানীয় ও প্ল্যাকার্ড সংগ্রহ করার সময় তাকে আটক করা হয়।

টম এবং সেলমা নামে দুজন রাজপরিবারের বিরুদ্ধে প্লেকার্ড নিয়ে বিক্ষোভে এসেছেন। টম বলেন, আমরা রাজপরিবারের বিরুদ্ধে বিক্ষোভে এসেছি। রাজতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি। ঔপনিবেশবাদকে গৌরবান্বিত করার প্রতীক হচ্ছে রাজতন্ত্র। হ্যারি স্ট্র্যাটন নামে এক বিক্ষোভকারী বলেন, এমন একজনের প্যারেডের জন্য জনগণের অর্থ ব্যয় করা হচ্ছে যখন ওয়েস্টমিনস্টার অ্যাবিতে গৃহহীন লোকেরা বসে আছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানান, অপ্রীতিকর ঘটনা সৃষ্টির ষড়যন্ত্র করার সন্দেহে চার জনকে গ্রেফতার করা হয়েছে এবং বিক্ষোভে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে।

 

 

কিউটিভি/অনিমা/০৬ মে ২০২৩,/সন্ধ্যা ৭:২৫

▎সর্বশেষ

ad