
ডেস্ক নিউজ : ৪১তম বিসিএসে পাঁচ ক্যাডারে পদ সংখ্যা ৬৭টি থেকে বাড়িয়ে ৪৩৭টি করার সিদ্ধান্ত হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি চিঠি সরকারি কর্ম কমিশনে (পিএসসি) পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব। ৪১তম বিসিএসে বিভিন্ন পদে দুই হাজার ১৩৫ জন ক্যাডার নিয়োগ দেওয়ার কথা বলা হলেও এখন তা বেড়ে দাঁড়াবে দুই হাজার ৫০৫ জন।
২০২২ সালের ডিসেম্বরে ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হয়ে এখনও চলছে। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। ২০২১ সালের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ৯১৫ জন ক্যাডার নেওয়া হবে শিক্ষায়। প্রশাসন ক্যাডারে ৩২৩ জন এবং পুলিশে নেওয়া হবে ১০০ জন।
কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:১৫