ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণ গাজী মাজহারুল আনোয়ার : তুমি সুতোয় বেধেছ শাপলার ফুল নাকি তোমার মন ‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে

নওগাঁয় দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ০১ শীর্ষ ডাকাত আটক

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৪:১৯:১৯ পিএম

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ এক ডাকাতকে আটক করেছে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকায় গতকাল ভোরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সহ শীর্ষ ডাকাত সানোয়ার হোসেনকে আটক করে। তার দেওয়া দেখানো স্থান থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট র‌্যাব কর্তৃপক্ষ। আটককৃত সানোয়ার হোসেন (৫২) ধামইরহাট উপজেলার দিলালপুর গ্রামের ওছমান আলীর ছেলে বলে জানা গেছে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

অভিযান চলাকালিন সময়ে ওই এলাকা থেকে শীর্ষ ডাকাত সানোয়ার হোসেনকে আটক করলে তার দেওয়া তথ্যমতে ০৩টি ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান আটককৃত সানোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‘সি) মো. মোজ্জামেল হক কাজী ঘটনাটি নিশ্চিত করে জানান, র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে থানায় একটি মামলা হয়েছে।

 

কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad