ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

নওগাঁয় দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ০১ শীর্ষ ডাকাত আটক

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৪:১৯:১৯ পিএম

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ এক ডাকাতকে আটক করেছে র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকায় গতকাল ভোরে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে দেশীয় ০৩টি আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ সহ শীর্ষ ডাকাত সানোয়ার হোসেনকে আটক করে। তার দেওয়া দেখানো স্থান থেকে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জয়পুরহাট র‌্যাব কর্তৃপক্ষ। আটককৃত সানোয়ার হোসেন (৫২) ধামইরহাট উপজেলার দিলালপুর গ্রামের ওছমান আলীর ছেলে বলে জানা গেছে। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট উপজেলার দিলালপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা।

অভিযান চলাকালিন সময়ে ওই এলাকা থেকে শীর্ষ ডাকাত সানোয়ার হোসেনকে আটক করলে তার দেওয়া তথ্যমতে ০৩টি ওয়ান শুটারগান ও ০২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তিনি আরো জানান আটককৃত সানোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‘সি) মো. মোজ্জামেল হক কাজী ঘটনাটি নিশ্চিত করে জানান, র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে থানায় একটি মামলা হয়েছে।

 

কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad