ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

অর্থই জীবনে সুখ আনে, বলছে গবেষণা

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৩:৪৯:৪০ পিএম

লাইফস্টাইল ডেস্ক : যার কাছে যত টাকা আছে, তার কাছে তেমনি জমা রয়েছে সুখের পরশ। অন্যদিকে যার টাকা নেই, তার জীবন থেকে যেন সুখও পালিয়ে গেছে। টাকা দিয়ে সুখ কেনা যায় না। সুখ মনের সঙ্গে সম্পর্কিত। এমন নানা মতবাদই রয়েছে টাকা আর সুখকে নিয়ে। এ নীতি কথা ভাবিয়ে তোলে নোবেলজয়ী অর্থনীতিবিদকেও। তাই এর সঠিক উত্তর খুঁজতে তিনি নেমে পড়েন গবেষণায়।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যানের এ গবেষণার যাত্রায় তাকে সঙ্গ দিয়েছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক ম্যাথু কিলিংসওয়ার্থ। এই দুই মহারথি তার দলবল নিয়ে আমেরিকার ৩৩, ৯৫১ জনের মধ্যে গবেষণা শুরু করেন। এ গবেষণায় অংশ নেয়া সদস্যদের সবার বয়স ছিল ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। প্রতিটি পরিবারেরই বার্ষিক আয় ছিল ৮ লাখ টাকার ওপরে। তাদের তথ্য পর্যালোচনা করে গবেষকরা দুটি বিষয় লক্ষ্য করেন।

প্রথম বিষয়টি হলো গবেষণায় অংশ নেয়া সদস্যরা বছরে বেশি আয় করলে তাদের জীবনে সুখ শান্তিও বেড়েছে। আর কিছু সদস্যদের মধ্যে দেখা গেছে যে, আয়ের পরিমাণ বাড়লেও তাদের সুখের পরিমাণ বাড়েনি। তবে তার মানে এই নয়, তাদের সুখের পরিমাণ কমেছে। তাদের এ গবেষণাটি প্রকাশিত হয়েছে ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেসের একটি প্রতিবেদনে। সেখানে দাবি করা হয় আয় বাড়লেই সুখ বাড়বে।

তবে শেষে ‘বিধিসম্মত সতর্কীকরণ’ দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক ম্যাথু কিলিংসওয়ার্থ। ‘বিধিসম্মত সতর্কীকরণ’-এ তারা বলেন, শুধু টাকার ওপরই সব সুখ নির্ভর করে এমনটা নয়। সুখ অনেক কিছুর ওপরই নির্ভর করতে পারে। তবে সেই নির্ভরতা টাকার ওপরই বেশি। কারণ জীবনের বেশিরভাগ চাওয়া পাওয়াই পূরণ করার ক্ষমতা শুধু টাকারই রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪৮

▎সর্বশেষ

ad