অর্থই জীবনে সুখ আনে, বলছে গবেষণা

Ayesha Siddika | আপডেট: ১৪ মার্চ ২০২৩ - ০৩:৪৯:৪০ পিএম

লাইফস্টাইল ডেস্ক : যার কাছে যত টাকা আছে, তার কাছে তেমনি জমা রয়েছে সুখের পরশ। অন্যদিকে যার টাকা নেই, তার জীবন থেকে যেন সুখও পালিয়ে গেছে। টাকা দিয়ে সুখ কেনা যায় না। সুখ মনের সঙ্গে সম্পর্কিত। এমন নানা মতবাদই রয়েছে টাকা আর সুখকে নিয়ে। এ নীতি কথা ভাবিয়ে তোলে নোবেলজয়ী অর্থনীতিবিদকেও। তাই এর সঠিক উত্তর খুঁজতে তিনি নেমে পড়েন গবেষণায়।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনেম্যানের এ গবেষণার যাত্রায় তাকে সঙ্গ দিয়েছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক ম্যাথু কিলিংসওয়ার্থ। এই দুই মহারথি তার দলবল নিয়ে আমেরিকার ৩৩, ৯৫১ জনের মধ্যে গবেষণা শুরু করেন। এ গবেষণায় অংশ নেয়া সদস্যদের সবার বয়স ছিল ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে। প্রতিটি পরিবারেরই বার্ষিক আয় ছিল ৮ লাখ টাকার ওপরে। তাদের তথ্য পর্যালোচনা করে গবেষকরা দুটি বিষয় লক্ষ্য করেন।

প্রথম বিষয়টি হলো গবেষণায় অংশ নেয়া সদস্যরা বছরে বেশি আয় করলে তাদের জীবনে সুখ শান্তিও বেড়েছে। আর কিছু সদস্যদের মধ্যে দেখা গেছে যে, আয়ের পরিমাণ বাড়লেও তাদের সুখের পরিমাণ বাড়েনি। তবে তার মানে এই নয়, তাদের সুখের পরিমাণ কমেছে। তাদের এ গবেষণাটি প্রকাশিত হয়েছে ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেসের একটি প্রতিবেদনে। সেখানে দাবি করা হয় আয় বাড়লেই সুখ বাড়বে।

তবে শেষে ‘বিধিসম্মত সতর্কীকরণ’ দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড্যানিয়েল এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় এবং পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক ম্যাথু কিলিংসওয়ার্থ। ‘বিধিসম্মত সতর্কীকরণ’-এ তারা বলেন, শুধু টাকার ওপরই সব সুখ নির্ভর করে এমনটা নয়। সুখ অনেক কিছুর ওপরই নির্ভর করতে পারে। তবে সেই নির্ভরতা টাকার ওপরই বেশি। কারণ জীবনের বেশিরভাগ চাওয়া পাওয়াই পূরণ করার ক্ষমতা শুধু টাকারই রয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৪ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪৮

▎সর্বশেষ

ad