ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

নরসিংদীতে ৪৪০ জন গ্রামপুলিশ পেলেন বাইসাইকেল

Anima Rakhi | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ - ০৯:৩১:৩৫ পিএম

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামপুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে মুছলেহ উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে তিন উপজেলার ৪৪০ জন গ্রামপুলিশের মাঝে এসব সাইকেল বিতরণ করা হয়।জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখা সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামপুলিশগণের দায়িত্ব পালন সহজীকরণের জন্য বাইসাইকেল বিতরণ করা হয়। প্রথম দফায় জেলার ৬ উপজেলার মধ্যে তিন উপজেলা মনোহরদী, বেলাব ও রায়পুরা উপজেলার ৪৪টি ইউনিয়নের ৪৪০ জন নারী ও পুরুষ গ্রামপুলিশকে বাইসাইকেল দেয়া হয়েছে। পরবর্তীতে বাকী পলাশ, শিবপুর ও সদর উপজেলার গ্রামপুলিশদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হবে।

নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বাইসাইকেল বিতরণ করেন। স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ভূঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম খান বীরু, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন। এসময় তিন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউটিভি/অনিমা/২৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩১

▎সর্বশেষ

ad