ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

মাকে নির্যাতনের দায়ে ছেলেরা হাজতে

Anima Rakhi | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ - ০২:২৮:১০ পিএম

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : সন্তানেরা মাকে নির্যাতন করে এমন অভিযোগে শরীয়তপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়। আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও সমনের আদেশ প্রদান করেন। আসামীরা স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। আদালত আসামীদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন। আসামীরা হলেন ডামুড্যা উপজেলার ধানকাটি মোল্যাকান্দি গ্রামের মৃত নুর মোহাম্মাদ বেপারী ছেলে রফিক বেপারী ও জহুরুল বেপারী।

মামলা সুত্রে জানাযায়, মৃত নুর মোহাম্মাদ বেপারী স্ত্রী জিন্নাত নেছা। ছেলে রফিক ও জহিরুল এবং তাদের স্ত্রীরা মাঝেমধ্যে জিন্নাত নেছাকে মারধর করত। গত ২৯ নভেম্বর তার ছেলেরা ও তাদের স্ত্রীরা দরজা ভেঙ্গে ঘরে ঢুকে জিন্নাত নেছাকে মারধর করে। এই অভিযোগে তিনি সন্তান ও সান্তাদের স্ত্রীদের বিরুদ্ধে শরীয়তপুর চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার জনের বিরুদ্দে মামলা দায়ের করেন। আদালত দুই ছেলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে সমনের আদেশ প্রদান করেন।মামলার বাদী জিন্নাত নেছা জানান, প্রতিদিনই আমাকে ঘর থেকে বের করে দিতে চায়। বের না হলে আমার বড় দুই ছেলে ও তার স্ত্রীরা আমাকে মারধর করে। নির্যাতন সইতে না পেরে ছেলে ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে আদালতে মামলা করি। এক জন মা কখন সন্তানদের বিরুদ্ধে মামলা করে সেটা শুধু ওই মাই জানে।

মামলার আইনজীবী এডভোকেট মো. এনামুল হক এনাম জানান, অসহায় মায়ের পক্ষ হয়ে মামলা করেছি। তাদের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে। আজ তারা স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করে। আদালত আসামীদের জামিন নামঞ্জুর করে হাজতে প্রেরেণ করেছে।

কিউটিভি/অনিমা/০৬ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:২৭

▎সর্বশেষ

ad