ব্রেকিং নিউজ
আই হ্যাভ আ প্ল্যান : তারেক রহমান সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর কুড়িগ্রাম জেলা প্রশাসনে বিতর্কিতদের প্রশ্রয় : শংকিত জেলাবাসী গণতন্ত্রের জন্য চলা সংগ্রাম-লড়াই চালিয়ে যাব : মির্জা ফখরুল ঢাকায় এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ কুড়িগ্রাম-৪ আসনে মমতাজ হোসেন লিপিকে বিএনপির প্রার্থী ঘোষণার দাবিতে রৌমারীতে মশাল মিছিল আর্থিক অনিয়মে অভিযুক্ত সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলামঃ অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে কুড়িগ্রামের খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু কুড়িগ্রামে পরপর ৬ ডিসির মধ্যে ৪ জনই নারী ডিসি

বাঁচা-মরার ম্যাচে ব্যাটিংয়ে ভারত

Ayesha Siddika | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ - ০৯:৩৩:৫৪ পিএম

স্পোর্টস ডেস্ক : আজ হারলেই এশিয়া কাপ থেকে দেশে ফেরার বিমানের টিকিট কাটতে হবে রোহিত শর্মাদের। সুপার ফোরের প্রথম ম্যাচ পাকিস্তানের কাছে হেরে যাওয়ায় এই অবস্থা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে রোহিত শর্মার ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। টস জিতে ফিল্ডিং নেয়া সম্পর্কে দাসুন শানাকা বলেন, ‘এখানে শেষ ১০-১২টি ম্যাচের প্রায় সবগুলোতেই রানা তাড়া করে জয়ের রেকর্ড রয়েছে।

আমাদের অ্যাপ্রোচও দুর্দান্ত। আশা করি আগের ম্যাচের ছন্দ ধরে রাখতে পারব এবং একই একাদশ নিয়ে খেলব। ‘রোহিত শর্মা বলেন, ‘টস জিতলে আমরাও ফিল্ডিং বেছে নিতাম। উইকেট খুব বেশি পরিবর্তন হয়নি। শেষের দিকে ব্যাট করাটা দারুণ হবে। শেষ ম্যাচেও আমরা ভালো ব্যাট করেছিলাম। যদিও কিছু রান কম হয়েছিল। ‘

ভারতীয় একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেরক্ষক), দিপক হুদা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন, অর্শদিপ সিং, যুজবেন্দ্র চাহাল।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আশালঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাক্ষে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিদু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা।

 

 

কিউটিভি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:৩০

▎সর্বশেষ

ad