
মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে কুষ্টিয়ার দৌলতপুরের সর্বস্তরের গণমাধ্যম কর্মী। শনিবার সকাল ১০ টায় দৌলতপুর থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করে দৌলতপুর প্রেসক্লাব (ডিপিসি)।
এসময় দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম,দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার, সিনিয়র সাংবাদিক দৈনিক দিনকাল প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আহাদ আলী নয়ন, সমকালের প্রতিনিধি আহমেদ রাজু, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি সাইদুল আনাম, আল্লাহদরগা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তা প্রতিনিধি খন্দকার জালাল উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সহ-সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি আহসান হাবীব লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সোহানুর রহমান শিপন,যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা মারুফা ইয়াসমিন সুরুভী, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি সোহাগ ইসলাম, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি নাজমুল ইসলাম সহ অন্যান্য গণমাধ্যমকর্মী।
এসময় বক্তরা অবিলম্বে সাংবাদিক রুবেল হত্যার রহস্য উন্মোচন করে হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। সেই সাথে জেলার বিভিন্ন গণমাধ্যম সংগঠনের কর্মসূচীর সাথে একাত্ম ঘোষণা করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, বিক্ষোভ মিছিলটি দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সামনে এসে শেষ হয়। উল্লেখ্য, গত ৩ রা জুলাই রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল। নিখোঁজের ৪ দিন পর ৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে গড়াই নদী থেকে সাংবাদিক রুবেলের মরদেহ উদ্ধার করা হয়।
কিউটিভি/অনিমা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩