ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

দৌলতপুরে সাংবাদিক রুবেল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Anima Rakhi | আপডেট: ১০ জুলাই ২০২২ - ০৪:৩৩:৩২ পিএম

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে কুষ্টিয়ার দৌলতপুরের সর্বস্তরের গণমাধ্যম কর্মী। শনিবার সকাল ১০ টায় দৌলতপুর থানার সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশের আয়োজন করে দৌলতপুর প্রেসক্লাব (ডিপিসি)।

এসময় দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সভাপতি আব্দুল আলীম সাচ্চু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম,দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি ফিরোজ কায়সার, সিনিয়র সাংবাদিক দৈনিক দিনকাল প্রতিনিধি সাইফুল ইসলাম শাহীন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আহাদ আলী নয়ন, সমকালের প্রতিনিধি আহমেদ রাজু, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি সাইদুল আনাম, আল্লাহদরগা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ বার্তা প্রতিনিধি খন্দকার জালাল উদ্দিন, দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সহ-সভাপতি মাসুদুর রহমান, সহ-সভাপতি আহসান হাবীব লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সোহানুর রহমান শিপন,যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা মারুফা ইয়াসমিন সুরুভী, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি সোহাগ ইসলাম, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি নাজমুল ইসলাম সহ অন্যান্য গণমাধ্যমকর্মী।

এসময় বক্তরা অবিলম্বে সাংবাদিক রুবেল হত্যার রহস্য উন্মোচন করে হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। সেই সাথে জেলার বিভিন্ন গণমাধ্যম সংগঠনের কর্মসূচীর সাথে একাত্ম ঘোষণা করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, বিক্ষোভ মিছিলটি দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সামনে এসে শেষ হয়। উল্লেখ্য, গত ৩ রা জুলাই রাত ৯টার পর থেকে নিখোঁজ ছিলেন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল। নিখোঁজের ৪ দিন পর ৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে গড়াই নদী থেকে সাংবাদিক রুবেলের মরদেহ উদ্ধার করা হয়।

কিউটিভি/অনিমা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৩

▎সর্বশেষ

ad