ব্রেকিং নিউজ
কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম খারুয়ার পাড়ে ভাঙ্গনের শব্দ থেমে যাক — বদরুদ্দীন উমর : শিরদাঁড়া বাঁকা করে বাঁকা হয়নি যার কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক ভারতীয় নাগরিক, এনআইডি বাতিলে হাইকোর্টের রুল আল-আরাফাহ ইসলামী ব্যাংকে সন্ত্রাসী হামলা : এইচআর হেডসহ আহত ১৫

গর্বের পদ্মা সেতু উদ্বোধনে অংশ নিলেন মেহেরপুরবাসী

Anima Rakhi | আপডেট: ২৫ জুন ২০২২ - ০১:০০:৫৮ পিএম

ডেস্ক ‍নিউজ : ভার্চুয়ালী গর্বের পদ্মা সেতু উদ্বোধনে অংশ নিয়েছেন মেহেরপুরবাসী।

উদ্বোধন উপলক্ষে শনিবার সকাল সাড়ে নয়টায় মেহেরপুর জেলা প্রশাসন চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ সামসুজ্জোহা পার্কে গিয়ে শেষ। 

শহীদ সামসুজ্জোহা পার্কে বড় পর্দায় ভার্চুয়ালী পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হয়। প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনী ভাষণ ও অনুষ্ঠানে সরাসরি সম্পৃক্ত হয়ে ইতিহাসের সাক্ষী হয়ে রইলো মেহেরপুরবাসী।

র‌্যালি ও উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী অংশ নেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাঃ মুনসুর আলম খাঁন, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক ও যুগ্ম সম্পাদক এ্যাড. ইবরাহীম শাহীন।

এছাড়া উপস্থিত ছিলেন জজ কোর্টের পিপি অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্যসহ জেলার সরকারি-বেসরকারি সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীসহ সাংবাদিকরা।

কিউটিভি/অনিমা/২৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:০০

▎সর্বশেষ

ad