ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল

বিশ্বনবী সা:-কে নিয়ে কটূক্তি : বাগেরহাটে উত্তেজিত জনতার ওপর গুলি, গ্রেফতার ১২

superadmin | আপডেট: ২০ জুন ২০২২ - ০৬:৩৯:২০ পিএম

ডেস্কনিউজঃ বাগেরহাটে ইসলাম ও বিশ্বনবী হজরত মোহাম্মদ সা:-কে নিয়ে রনিত বালা রনি নামের এক কলেজছাত্রীর কটূক্তি ও অবমাননাকর পোস্টের প্রতিবাদ করার সময় উত্তেজিত জনতার ওপর পুলিশের ছোঁড়া গুলিতে নয়জন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় থানায় হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে উত্তেজিত জনতার বিরুদ্ধে।

সোমবার দুপুর ১২টায় চিতলমারী থানায় হামলার সময় আহত হয়েছেন অন্তত ১২ জন পুলিশ সদস্য। এ সময় দু’টি গাড়ি, চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চিতলমারী থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের গুলিতে আহতরা চিতলমারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান ও পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানায়, চিতলমারী উপজেলার চরডাকাতিয়া গ্রামের রমনি বালার মেয়ে শেরে বাংলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী রনিত বালা রনি (১৮) তার ‘রনিত বালা রনি’ নামের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মোহাম্মদ সা:-কে নিয়ে কটূক্তি ও অবমাননা করে পোস্ট দেয়। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে রোববার রাতে চিতলমারী পুলিশ রনিত বালা রনিকে তার মোবাইলসহ আটক করে থানায় নিয়ে যায়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলেজছাত্রী রনি জানায়, তার আইডি হ্যাক করে অন্য কেউ এ ধরনের পোস্ট দিয়েছে।

সোমবার ইসলাম ধর্ম ও মহানবী হযরত মোহাম্মদ সা:-কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলমানদের মধ্যে উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। দুপুরে উত্তেজিত জনতা চিতলমারী থানার সামনে জড়ো হয়ে কলেজছাত্রী রনির বিচারের দাবি জানাতে থাকে। একপর্যায়ে উত্তেজিত জনতা চিতলমারী থানা ভবনকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। থানা কম্পাউন্ডে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও থানার পিকআপ, চারটি মোটরসাইকেলসহ থানার জানালার কাঁচ ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। উত্তেজিত জনতার হামলায় ১২ জন পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশ উত্তেজিত জনতার ওপর ২৪ রাউন্ড সর্টগানের ছুঁড়ে পুলিশ। তৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম পরিচয় জানাতে পারেননি এই কর্মকর্তা।

চিতলমারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: মামুন হাসান জানান, সোমবার দুপুরে মহানবী হযরত মোহাম্মদ সা:-কে নিয়ে ফেসবুকে কটূক্তি ও অবমাননাকর পোস্ট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ নয়জনকে চিতলমারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের অধিকাংশই সর্টগানের গুলিতে আহত হয়েছে। থানায় গিয়ে আহত ১২ জন পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এদের কারো অবস্থা আশঙ্কাজনক নয়।

বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, কলেজছাত্রী রনিত বালা রনির ব্যবহৃত ফেসবুক আইডি হ্যাক করে অন্য কেউ বা তিনি নিজে পোস্ট দিয়েছেন কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। জেলা সদর থেকে উর্ধ্বতন অফিসারের নেতৃত্বে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিপুল/২০.০৬.২০২২/সন্ধ্যা ৬.৩৪

▎সর্বশেষ

ad