বৈশ্বিক পাসপোর্ট সূচকে শ্রীলঙ্কার পর বাংলাদেশ

admin | আপডেট: ০৮ এপ্রিল ২০২২ - ০২:০৮:৩০ পিএম

ডেস্কনিউজঃ বিশ্বের দেশগুলোর পাসপোর্টের শক্তি পর্যবেক্ষণকারী হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে ১১২তম র‌্যাংকিং নিয়ে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে আফগানিস্তান। এতে বাংলাদেশের অবস্থান ১০৪তম, যা গত প্রান্তিকের চেয়ে এক ধাপ নিচে। ওই প্রান্তিকে বাংলাদেশ একবারে পাঁচ ধাপ ওপরে উঠে ১০৩তম হয়েছিল।

প্রান্তিক ভিত্তিতে বৈশ্বিক পাসপোর্ট সূচক প্রকাশ করে থাকে হেনলি পাসপোর্ট।

কোন দেশের পাসপোর্ট দিয়ে আগে থেকে ভিসা নেওয়া ছাড়াই কতগুলো দেশে যাওয়া যায়, সে তথ্যের ভিত্তিতে তৈরি করা হয় হেনলি পাসপোর্ট ইনডেক্স। এ কাজে তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) কাছ থেকে। এ প্রান্তিকের পাসপোর্ট সূচকের শীর্ষ স্থানটি যৌথভাবে দখলে রেখেছে জাপান ও সিঙ্গাপুর।

র‌্যাংকিংয়ে ১০৪ নম্বরে থাকা বাংলাদেশ থেকে আগে ভিসা নেওয়া ছাড়া ৪০টি দেশে যাওয়া যায়। র‌্যাংকিংয়ে বাংলাদেশের সঙ্গে একই কাতারে রয়েছে কসোভো ও লিবিয়া। অন্যদিকে এই তিন দেশের চেয়ে এক ঘর এগিয়ে রয়েছে সুদান।

পাসপোর্ট সূচকে বাংলাদেশের প্রতিবেশী দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতের র‌্যাংকিং ৮৪। মিয়ানমারের অবস্থান ৯৮। এখন অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কা রয়েছে ১০৩ নম্বরে। আর পাকিস্তানের অবস্থান ১০৯তম।

গত প্রান্তিকের সূচকের সঙ্গে তুলনা করলে শীর্ষ ১০ র‌্যাংকিংয়ে তেমন কোনো পরিবর্তন আসেনি। জাপান ও সিঙ্গাপুর গতবারও শীর্ষস্থানটি দখলে রেখেছিল। দেশ দুটির পাসপোর্টধারীরা আগে থেকে ভিসা নেওয়া ছাড়াই বিশ্বের ১৯২টি গন্তব্যে প্রবেশাধিকার পান।

ইউক্রেন যুদ্ধের প্রভাব

ইউক্রেন-রাশিয়া সংঘাত পরিস্থিতি প্রভাব ফেলেছে পাসপোর্ট সূচকেও। এখন ইউক্রেন থেকে ১৪৩টি গন্তব্যে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় যাওয়া যায়। সূচকে জানুয়ারির তুলনায় এক ধাপ এগিয়েছে দেশটি। এবারের তালিকায় ইউক্রেনের র‌্যাংকিং ৩৪।

অন্যদিকে রাশিয়া গতবার ছিল র‌্যাংকিংয়ের ৪৬তম স্থানে, কিন্তু এবার কয়েক ধাপ নেমে ৪৯-এ। সাম্প্রতিকতম সূচক অনুসারে, রাশিয়ার পাসপোর্টধারীরা আগে থেকে ভিসা নেওয়ার ঝামেলা ছাড়া ১১৭টি গন্তব্যে যেতে পারেন।

এবারের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে যুক্তরাজ্যের পাসপোর্ট। যুক্তরাষ্ট্রের পাসপোর্ট রয়েছে ষষ্ঠ স্থানে।

নিজেদের ওয়েবসাইটে হেনলি বলেছে, তারা ১৯৯টি আলাদা পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য নিয়ে কাজ করে। হেনলির কাছে গত ১৭ বছরের তথ্য মজুদ রয়েছে। সূত্র : হেনলি অ্যান্ড পার্টনারস ওয়েবসাইট।

বিপুল/৮ই এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ | দুপুর ১:৫৯

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad