‘পূজা টেনেটুনে পাস করলেও সন্তুষ্ট থাকতাম’

admin | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২২ - ০৪:৩৮:২৭ পিএম

বিনোদন ডেস্ক : আজ প্রকাশ করা হলো এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি। ৪.০৮ পেয়ে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। এতে খুশি তার পরিবার। মেয়ের রেজাল্ট নিয়ে পূজার মা ঝর্না রায় ইত্তেফাক অনলাইনকে বলেন, ‘পূজা যে রেজাল্ট করেছে তাতে আমরা সবাই অনেক খুশি। পূজা যদি টেনেটুনেও পাস করতো তাতেও আমরা সন্তুষ্ট থাকতাম।’রাজধানীর সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন এই চিত্রনায়িকা।

 ফল প্রকাশের পর পূজা চেরির মা জানান, ‘আমরা সবাই অনেক খুশি। কারণ ও (পূজা) সারা বছর নিজের কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলো। পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে ও পরীক্ষা দিয়েছে। সামনে থেকে আমি দেখি সে কতটা পরিশ্রম করে। পূজা যদি টেনেটুনেও পাস করতো তাতেও আমরা সন্তুষ্ট থাকতাম।’

Puzaপূজা চেরি। ছবি: সংগৃহীত

এখন ঢাকাই ছবির অন্যতম ব্যস্ত নায়িকা পূজা। মুক্তির অপেক্ষায় আছে তার ‘গলুই’, ‘শান’ ও ‘হৃদিতা’ ছবি। সম্প্রতি শুটিং শুরু করেছেন ‘নাকফুল’ নামে আরও একটি ছবির।

Puza cপূজা চেরি। ছবি: সংগৃহীত

 

 

কিউটিভি/আয়শা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৪

▎সর্বশেষ

ad