কঙ্গনা রানাওয়াতের বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন শাবানা আজমি

admin | আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২২ - ০৪:৫৫:১০ পিএম

বিনোদন ডেস্ক : সব আলোচিত ইস্যুতেই মন্তব্য পাওয়া যায় বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। ভারতে কর্নাটকে  হিজাব বিতর্কে এবার তিনি বলেছেন, ‌’যদি সাহস দেখাতে হয়, তাহলে আফগানিস্তানে গিয়ে বোরকা না পরে বেরিয়ে দেখান। নিজেকে মুক্ত করতে শিখুন, বন্দী নয়।’

কঙ্গনার মন্তব্যের জবাব দিয়েছেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমি। তিনি বলেছেন, ‘ভুল হলে সংশোধন করে দেবেন; কিন্তু আফগানিস্তান একটি ধর্মরাষ্ট্র এবং শেষ যখন আমি খতিয়ে দেখেছিলাম, তখন ভারত একটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দেশ।’
 
শাবানার স্বামী জাভেদ আখতারও হিজাব বিতর্ক নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘আমি হিজাব ও বোরখার পক্ষে নই। তবে কর্নাটকে যা হয়েছে তা কাপুরুষতা।’ 

সূত্র : হিন্দুস্থান টাইমস

কিউটিভি/অনিমা/১২ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad