
ডেস্ক নিউজ : মুফতি জাকারিয়া হারুন
পবিত্র কোরআনে দেনমোহরের আলোচনা
মানুষের সব চাহিদার সুষ্ঠু সমাধান আছে ইসলামে। মহান আল্লাহ নারী ও পুরুষের চরিত্র পবিত্র ও নিষ্কলুষ রাখতে বিয়ের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন,
فَانۡکِحُوۡا مَا طَابَ لَکُمۡ مِّنَ النِّسَآءِ مَثۡنٰی وَ ثُلٰثَ وَ رُبٰعَ ۚ فَاِنۡ خِفۡتُمۡ اَلَّا تَعۡدِلُوۡا فَوَاحِدَۃً
وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الۡمُؤۡمِنٰتِ وَ الۡمُحۡصَنٰتُ مِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ مِنۡ قَبۡلِکُمۡ اِذَاۤ اٰتَیۡتُمُوۡهُنَّ اُجُوۡرَهُنَّ مُحۡصِنِیۡنَ غَیۡرَ مُسٰفِحِیۡنَ وَ لَا مُتَّخِذِیۡۤ اَخۡدَانٍ
দেনমোহর পরিশোধ না করার শাস্তি
স্বামীর জন্য দেনমোহর বিয়ের মঞ্চে ও বাসরের আগে পরিশোধ করা আবশ্যক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের মঞ্চে জিজ্ঞেস করতেন, দেনমোহর পরিশোধ করা হয়েছে কিনা। হযরত ফাতেমা (রা.) হযরত আলী (রা.)-এর কাছ থেকে বাসরের আগেই দেনমোহর আদায় করেন।
দেনমোহর নগদে পরিশোধ করা সুন্নাত; তবে অপারগ হলে কিছু বাকি রেখেও বিয়ে করা জায়েজ। তবে এটি কিছুটা পরিশোধ করে বাকিটা মৃত্যু পর্যন্ত দেরি করার যে রীতি সমাজে প্রচলিত আছে, এর কোনও ভিত্তি নেই। এ প্রচলন অবশ্যই বাদ দিতে হবে। আর স্ত্রীকে দেনমোহর পরিশোধ করার পূর্বেই যদি স্ত্রী মারা যায়, তাহলে স্বামীকে স্ত্রীর ওয়ারিশদের তা পরিশোধ করতে হবে। (ইবনু কুদামাহ, মুগনী ১০/১১৫)
প্রকৃতপক্ষে, দেনমোহরও এক প্রকার ঋণ। কেউ যদি তা আদায়ের ইচ্ছা না রাখে, তাহলে হাদিসের বর্ণনা অনুযায়ী সে ব্যক্তিও প্রতারক বা চোর হিসেবে বিবেচিত হবে। তাই প্রত্যেক মুসলিম পুরুষের উচিত এমন মারাত্মক অপরাধ থেকে বেঁচে থাকা, আর এজন্য দেনমোহর আদায় করে দেয়া। সাধ্যের অতিরিক্ত দেনমোহর নির্ধারণ করে আদায় না করা গুনাহের কাজ। আর সাধ্যের মধ্যে অল্প দেনমোহর নির্ধারণ করে তা আদায় করে দেয়াই ইসলামের বিধান।
আয়শা/১৪ নভেম্বর ২০২৫,/রাত ৯:৩৪






