বিয়ের এক বছর পর স্বামী সৌরভকে নিয়ে যে উপলব্ধি দর্শনার

Ayesha Siddika | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪ - ০৯:৩৬:১৭ পিএম

বিনোদন ডেস্ক : বছরখানেই আগে বিয়ে করেছিলেন পশ্চিমবঙ্গের অভিনেতা সৌভর দাস ও অভিনেত্রী দর্শনা বণিক। ওপার বাংলার অভিনয়শিল্পী হলেও দুজনের এ দেশেও রয়েছে বেশ জনপ্রিয়তা। বিয়ের এক বছর পূর্তির পর দুজনের উপলব্ধিও অন্য রকম! এক বছরে সৌরভকে নতুন করে আবিষ্কার করেছেন দর্শনা, এমনটাই দাবি দার।

ভারতীয় গণমাধ্যমকে বলেন অভিনেত্রী বলেন, ‘বিয়ের আগে তো আমরা একসঙ্গে থাকিনি কখনও। বিয়ের পরে একসঙ্গে থেকে বুঝলাম সৌরভ খুবই লক্ষ্মী ছেলে। ওর কিছুতেই সমস্যা নেই। ওকে শুধু ভাত ও পেঁয়াজ কেটে দিলেও খেয়ে নেবে, আবার মাংস-ভাত দিলেও খেয়ে নেবে। মাটিতে বসে খেতে হলেও ও খেয়ে নেবে।

ও দায়িত্ব নিতে জানে। আমি আবার অনেক বড় হয়ে কাজের জন্য একা থেকেছি।’ এদিকে বিবাহবার্ষিকী উপলক্ষে কিছু মুহূর্তের ভিডিও পোস্ট করে দর্শনা লিখেছেন, ‘আমাদের প্রত্যেকটা দিন যেন সুখে কাটে। তুমি আমার সঙ্গী, প্রিয় বন্ধু, আমার অপরাধের সঙ্গী, আমার হাসিখুশির মুহূর্তের সঙ্গী, আরও অনেক কিছু। শুভ বিবাহবার্ষিকী।’সমাজিক যোগাযোগ মাধ্যমে সৌরভ লিখলেন, ‘আরও হাজার বছর একসঙ্গে থাকব। শুভ বিবাহবার্ষিকী হে প্রিয়।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 

 

কিউটিভি/আয়শা/১৫ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩০

▎সর্বশেষ

ad