ব্রেকিং নিউজ
রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু কুড়িগ্রামে নবগঠিত জেলা বিএনপির আহবায়কের বিরুদ্ধে মশাল মিছিল দূর্বিষহ জীবন কাটাচ্ছে আগস্ট বিপ্লবের শহীদ নূর আলমের স্ত্রী খাদিজা জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিকের কুড়িগ্রাম থানায় অভিযোগ

অবশেষে মেয়েকে কোলে নিয়ে প্রকাশ্যে দীপিকা

Anima Rakhi | আপডেট: ১০ ডিসেম্বর ২০২৪ - ০৩:২০:৫৭ পিএম

ডেস্ক নিউজ : গত ৮ সেপ্টেম্বর মা হয়েছেন বলিউডের জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। মা হওয়ার চারমাস হলেও এখনো আড়ালে দীপিকা ও তার মেয়ে কন্যা দুয়া। যদিও দীপাবলিতে কন্যা দুয়ার নূপুর পরা এক জোড়া পায়ের ছবি সামাজিকমাধ্যমে ভাগ করেছিলেন অভিনেত্রী। অবশেষে কন্যা দুয়াকে কোলে নিয়ে নিয়ে দেখা গেল দীপিকাকে।

সম্প্রতি বেঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে উপস্থিত হয়েছিলেন দীপিকা পাডুকোন। মা হওয়ার পরে দীপিকা প্রথম প্রকাশ্যে এলেন সে দিনই। এবার কন্যা দোয়াকে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।

জানা যায়, ভারতের ব্যাঙ্গালুরুতে দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে ছুটে গিয়েছিলেন বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন। মা হওয়ার পর মেয়ে দুয়াকে নিয়ে প্রথমবার মুম্বাইয়ের বাইরে যান সেদিনই। যদিও সেই কনসার্টে মেয়েকে রেখেই গিয়েছিলেন তিনি। এবার ফেরার পথে মেয়ে দুয়াকেসহ দেখা মিলল দিপীকার। সেই মুহূর্ত ছবি শিকারিরা ক্যামেরাবন্দি করতেই ভাইরাল সামাজিক মাধ্যমে।

এর আগে দিলজিতের অনুষ্ঠানে ঢিলেঢালা ডেনিম প্যান্ট ও টিশার্ট পরেছিলেন দীপিকা। এবার মেয়েকে সঙ্গে নিয়ে দিপীকাকে সাধারণ মায়েদের মতোই ঢিলেঢালা পোশাকে দেখা যায়। বলিউডের এই হার্থরব স্টাইলিশ কুইনও যে মাতৃত্বকালীন সময়ে সাধাসিধে, তার প্রমাণ দিলেন; এতে যেন নায়িকার লাবণ্যেও কমতি পড়েনি।

এদিন দীপিকার পরনে ছিল লম্বা, লাল কুর্তা ধরনের পোশাক। সাধারণ মহিলাদের মতো চেনা সাজেই খোঁপা বাঁধা, শুধু চোখে সানগ্লাসটিই আধুনিকতার ছোঁয়া; দুয়াকে কোলে আগলে নিয়ে মুম্বাই বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন অভিনেত্রী। তবে কন্যার মুখ কোনোভাবেই দেখতে দিলেন না দীপিকা। মূলত ব্যাঙ্গালুরু থেকেই এদিন মুম্বাই ফিরলেন দীপিকা।

চলতি বছরে ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর ঘোষণা করেছিলেন, তাদের সংসারে আসছে নতুন সদস্য। এরপর গত ৭ সেপ্টেম্বর তড়িঘড়ি করে হাসপাতালে ভর্তি হন দীপিকা। এরপর ৮ সেপ্টেম্বর কোলে আসে কন্যাসন্তান- দুয়া পাড়ুকোন সিং।

কিউটিভি/অনিমা/১০ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৩:২০

▎সর্বশেষ

ad