
ডেস্ক নিউজ : মুফতি আবদুল্লাহ তামিম
আবার মৃত্যুর পরের জীবনে মুমিনরা চিরকাল জান্নাতে এবং কাফেররা চিরকাল জাহান্নামে থাকবে বলা হয়েছে। এই চিরকাল মানে কি চিরস্থায়িত্ব বোঝানো হয়েছে নাকি দীর্ঘস্থাহিত্ব বোঝানো হয়েছে?
ঈমানদার জান্নাতে প্রবেশ করার পর সেখানে চিরকাল বা চিরস্থায়ী থাকবে। আর কাফের জাহান্নামে প্রবেশ করার পর চিরকাল বা চিরস্থায়ী জাহান্নামি হবে। এতে সন্দেহ করার কিছু নেই।
তবে গুনাহগার মুমিন জাহান্নামে যাবে। আত্মহত্যাকারী মুসলিমও জাহান্নামে যাবে। কিন্তু তারা মুমিন হবার কারণে দীর্ঘস্থায়ী বা ক্ষণস্থায়ী শাস্তি ভোগ করে আবার জাহান্নাম মুক্ত হয়ে জান্নাতি হবে।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ তারাই জান্নাতের অধিকারী! তারা তথায় চিরকাল থাকবে। তারা যে কর্ম করত, এটা তারই প্রতিফল। (সুরা আহক্বাফ-১৪)
وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَٰئِكَ أَصْحَابُ النَّارِ خَالِدِينَ فِيهَا ۖ وَبِئْسَ الْمَصِيرُ আর যারা কাফের এবং আমার আয়াতসমূহকে মিথ্যা বলে, তারাই জাহান্নামের অধিবাসী, তারা তথায় অনন্তকাল থাকবে। কতই না মন্দ প্রত্যাবর্তনস্থল এটা। (সুরা তাগাবুন-১০) হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর প্রতি অবিশ্বাসী, তারা জাহান্নামে থাকবে। জাহান্নামের আগুন তাদের চারপাশে ঘিরে রাখবে।
তাদের শাস্তি কখনো শেষ হবে না। (সাহিহ মুসলিম) হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামে এমন একজন ব্যক্তি আসবে, যার উপর সবচেয়ে কম শাস্তি হবে। তাকে বলা হবে, তুমি কি জানো, তুমি এখানে কেমন অবস্থায় এসেছ?’ সে বলবে, ‘হ্যাঁ, আমি জানি। এরপর তাকে বলবে, ‘তোমার শাস্তি হলো, তোমার পায়ের তলায় আগুন থাকবে, আর তোমার মাথার উপরে এ আগুনের ধোঁয়া উঠবে। (সাহিহ মুসলিম)
কিউটিভি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:১২