ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

পাকিস্তানের বিদায় ঘণ্টা কী আজই বেজে যাচ্ছে?

Anima Rakhi | আপডেট: ১৪ জুন ২০২৪ - ০৮:৫৮:২১ পিএম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের বিদায় ঘণ্টা বাজার পথে। বাবর আজমের দলের নিজেদের হাতে আর কিছুই নাই।  সুপার এইটে যেতে এখন ভাগ্য আর খানিক সমীকরণের ওপর নির্ভর করতে হচ্ছে পাকিস্তানকে।

গ্রুপ এ থেকে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত করেছে ভারত। জয়ের হ্যাটট্রিক করেই ফ্লোরিডায় পাড়ি দিয়েছেন রোহিত শর্মার দল। দ্বিতীয় স্থানে রয়েছে বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র।

প্রথম দুই ম্যাচ জিতেছিল যুক্তরাষ্ট্র। নেট রান রেটে অনেকটাই এগিয়ে ছিল। যদিও ভারতের কাছে হেরে নেট রান রেটে কিছুটা অবনতি হয়েছে আমেরিকানদের। তিন ম্যাচে ৪ পয়েন্টের পাশাপাশি তাদের নেট রান রেট ০.১২৭।

তবে পয়েন্টে এখনও যুক্তরাষ্ট্র পাকিস্তানের চেয়ে এগিয়ে। পাকিস্তান একটি জয় পেয়েছে। গত ম্যাচে কানাডাকে হারানোর পর তাদের এখন ২ পয়েন্ট এবং নেট রান রেট ০.১৯১। আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামছে যুক্তরাষ্ট্র। ম্যাচ জিতলে তাদের ৬ পয়েন্ট হবে। সুতরাং, পয়েন্টের দিক থেকেই ছিটকে যাবে পাকিস্তান। কারণ, তাদের মাত্র একটি ম্যাচই বাকি, ফলে ৪ পয়েন্টের উপর পৌঁছানো সম্ভব নয়।

আজ যদি আমেরিকা ও আয়ারল্যান্ড ম্যাচ ফ্লোরিডার বন্যা-বৃষ্টিতে ভেসে যায়, সেক্ষেত্রে পয়েন্ট ভাগ হবে। তাতে যুক্তরাষ্ট্রের ৫ পয়েন্ট হবে এবং সুপার এইটে পৌঁছে যাবে। পাকিস্তানকে বিদায় নিতে হবে।

ফ্লোরিডায় যদি ম্যাচ হয় এবং আয়ারল্যান্ড দুর্দান্ত পারফরম্যান্সে আমেরিকাকে হারিয়ে দেয় তা হলে ৪ পয়েন্টেই থাকবে আমেরিকা। এরপর অপেক্ষা পাকিস্তান বনাম আয়ারল্যান্ড ম্যাচে। সেই ম্যাচটি ভেস্তে গেলে পয়েন্ট ভাগ হবে। সেক্ষেত্রে পাকিস্তানের পয়েন্ট হবে তিন। ফলে আমেরিকা সুপার এইটে যাবে। আর যদি ম্যাচ হয় এবং পাকিস্তান জেতে, পয়েন্ট হবে ৪। নেট রান রেটে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো জায়গায় থাকায় সুপার এইটে যেতে পারে পাকিস্তান।

কিউটিভি/অনিমা/১৪ জুন ২০২৪,/রাত ৮:৫৬

▎সর্বশেষ

ad