ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ২৬৬

superadmin | আপডেট: ১১ নভেম্বর ২০২২ - ০৭:১৩:৩৭ পিএম

ডেস্কনিউজঃ দেশে ডেঙ্গু রোগের প্রকোপ থামছেই না। প্রতিদিনই এ নতুন আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে। আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ রোগে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে ১৯৩ জনের।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৫২ জন।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৬৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫০ জন ও ঢাকার বাইরে ১১৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪৬ হাজার ৭৫২ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৩ হাজার ৩০৭ জন।

এর আগে গত ২ নভেম্বর দেশে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। চলতি বছর ২১ জুন এ রোগে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

বিপুল/১১.১১.২০২২/সন্ধ্যা ৭.০৭

▎সর্বশেষ

ad