‘পুতিনকে বিচারের মুখোমুখি করাতে চায় না পশ্চিমারা’

superadmin | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ - ০৯:১৮:০১ পিএম

ডেস্কনিউজঃ ইউক্রেনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দাবি করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিচারের মুখোমুখি করাতে চায় না পশ্চিমারা। কারণ তারা পুতিনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে চায়।

ইউক্রেনে হামলা করায় পুতিন এবং তার ঘনিষ্ঠ লোকদের বিচারের মুখোমুখি করতে একটি ট্রাইবুনাল গঠন করার দাবি জানিয়ে আসছে ইউক্রেন।

এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্সিয়াল দপ্তরের ডেপুটি প্রধান আন্দ্রি স্মাইরনোভ বলেন, এটি একটি বড় রাজনীতি। এক হাতে, (পশ্চিমা) দেশগুলো সরাসরি রাশিয়ার সমালোচনা করছে, অন্য হাতে রাশিয়ার বন্ধ দরজার দিকে তারা পা ফেলছে যেন দরজা পুরোপুরি বন্ধ না হয়ে যায়।

তিনি আরও বলেন, তারা কিছু কূটনৈতিক কৌশল বজায় রাখার চেষ্টা করছে। আমরা জানি কাগজে রাশিয়ার সঙ্গে যেসব চুক্তি আছে সেগুলোর কোনো দাম নেই।

এদিকে ইউক্রেন কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র ও অন্যন্য দেশের কাছে দাবি করছে, রাশিয়াকে যেন ‘রাষ্ট্রীয় জঙ্গিবাদের পৃষ্ঠপোষক’ হিসেবে আখ্যায়িত করে তারা।

কিন্তু সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়াকে রাষ্ট্রীয় জঙ্গিবাদের পৃষ্ঠপোষকের তকমা দেওয়া ঠিক হবে না।

বাইডেন এমনটি বলার পরই ইউক্রেনের পক্ষ থেকে বলা হলো তারা রাশিয়ার নেতাদের বিচারের মুখোমুখি করতে চায় না।

এর আগে রাশিয়ার পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছিল, যদি রাশিয়াকে ‘রাষ্ট্রীয় জঙ্গিবাদের পৃষ্ঠপোষকের’ তকমা দেওয়া হয় তাহলে সীমা অতিক্রম হয়ে যাবে, যেখান থেকে ফেরা সম্ভব না।

সূত্র: দ্য গার্ডিয়ান

বিপুল/০৬.০৯.২০২২/রাত ৯.০৯

▎সর্বশেষ

ad