নগরীতে ‘পদক ও গুনীজন সংবর্ধনা’

Ayesha Siddika | আপডেট: ১৬ জুন ২০২২ - ০৭:৫০:০৯ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, বলেছেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে কবি সাহিত্যিকদের অবদান অপরিসীম। মহান স্বাধীনতার পক্ষে কবিগন তাদের লেখা কবিতার মাধ্যদিয়ে পশ্চিম পাকিস্থানের অত্যাচার ও নির্মমতা ফুটিয়ে তুলেছেন এবং স্বাধীনতা যুদ্ধের মহান যোদ্ধাদেরকে উদ্ভুদ্ধ করে তুলেছেন কবিতার ভাষায়।

যেগুলো চিরকাল ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে। কবিনগর বার্তার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমির হলরুমে অয়োজিত ‘পদক ও গুনীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। অনুষ্ঠানে কবি আফতাব আল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্নকতা কবি সাইদুর রহমান ভুঞা। বিশেষ অতিথি ছিলেন কবি এনায়েত হাসান মানিক ও কবি নার্গিস আক্তার পপি।

মাছুমা টফি একা ও নাঈমুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কবি নগর বার্তার সম্পাদক ছড়াকার সাদীর হুসাইন। অনুষ্ঠানে গুনীজন সম্মাননা পান স্বচ্ছ ও সৃজনশীল রাজনৈতিক ব্যাক্তিত্ব অধ্যাপক মোঃ জাকির হোসেন, কবি নার্গিস আক্তার পপি, কবি এনায়েত হাসান মানিক, কবি মোঃ সুয়েজ হোসেন। সাহিত্যপদক পান: শাহাদত বখ্ত শাহেদ, মিনহাজ ফয়সল, গোলাম সাদত জুয়েল, দেলোয়ার হোসেন দিলু, ইয়াকুব বখ্ত বাহলুল, সাইফুদ্দিন আহমেদ বাবর, ছয়ফুল আলম পারুল, নিফুফার জাহান, সাহেদ বিপ্লব, সুপদ বিশ্বাস, মুস্তাফিজ সৈয়দ । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছড়াকার ইমতিয়াজ সুলতান ইমরান, মোঃ সুয়েজ হোসেন, জসিম উদ্দিন, আবু তাহের চৌধরী, কাজি হাসান আলী, নান্টু বড়ুয়া, আসাদ সরকার, সাহেদ বিপ্লব, তোফায়েল তালুকদার, জিয়াউর রহমান জিয়া প্রমুখ। অনুষ্ঠান উপলক্ষে “কবিনগর বার্তা” বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়।

 

 

কিউটিভি/আয়শা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৪৭

▎সর্বশেষ

ad