বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

Ayesha Siddika | আপডেট: ১৬ জুন ২০২২ - ০৭:৪৬:৫৩ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ)-কে অবমাননার প্রতিবাদে নুপুর শর্মার শাস্তির দাবিতে দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা সিলেট শাখার বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। (১৬ জুন) বৃহস্পতিবার বাদ আছর সিলেট হিজড়া বাউল সংগঠনের সভাপতি রানা ভূইয়ার নেতৃত্বে নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল করেন দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা সিলেট শাখার শিক্ষার্থীবৃন্দ।

বিক্ষোভ মিছিলে হিজড়ারা বলেন, ভারতের ক্ষমতাসীন দলের সাবেক মুখপাত্র নুপুর শর্মা ও বি জেপি নেতা নবীন কুমার জিন্দাল কতৃক মানবতার মুক্তি দুত রাসুলুল্লাহ (সঃ) সম্পর্কে জঘন্য কটুক্তির তীব্র নিন্দা জানাচ্ছি। কটুক্তিকারীদের লোক দেখানো দল থেকে বহিষ্কার যথার্থ নয়। ওদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য ভারত সরকারের প্রতি দাবি জানাচ্ছেন তারা। আরও বলেন প্রিয় নবীর (সঃ)অবমাননার শান্তিপূর্ণ প্রতিবাদকে কেন্দ্র করে ভারতের মুসলমানদের উপর নেমে আসা জুলুম নিপীড়ন ও বুলডোজার দিয়ে মুসলমানদের ঘরবাড়ি ভেঙ্গে দেয়ার ঘটনায় আজকের বিক্ষোভ মিছিলে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করছেন। মুসলমানদের উপর জুলুম নির্যাতন বন্ধে ত্বরড়িত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছেন হিজড়ারা।

এসময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা সিলেট শাখার শিক্ষার্থী শুভা হিজড়া, কারিশমা হিজড়া, হাসি হিজড়া, সুচনা হিজড়া, রাজু হিজড়া, রেখা হিজড়া, সাদ্দাম হিজড়া, তানহা হিজড়া, রচনা হিজড়া, মিথিলা হিজড়া, মিলা হিজড়া, নাইমা হিজড়া, রুমেলা হিজড়া, রিমা হিজড়া প্রমূখ।

 

 

কিউটিভি/আয়শা/১৬.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৭

▎সর্বশেষ

ad