পিতৃহারা হলেন তানজিন তিশা

admin | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২২ - ১০:৪৩:৫৬ এএম

বিনোদন ডেস্ক :  ছোট পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশার বাবা আব্দুল কাশেম আর নেই। শনিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। তিনি জানান, তানজিন তিশার বাবা ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর কাকরাইলস্থ ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

তৌসিফ আরও জানান, শনিবার সন্ধ্যার আগ পর্যন্ত তার অবস্থা কিছুটা স্থিতিশীল থাকলেও, সন্ধ্যার পর হঠাৎ করে খারাপ হতে শুরু করে। তিনি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই মৃত্যুবরণ করেন।

কিউটিভি/অনিমা/১৩ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৩

▎সর্বশেষ

ad