ব্রেকিং নিউজ
চিলমারীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ : অব্যহতি দুই বিক্ষোভকারীকে কুড়িগ্রামে সেনাবাহিনী’র মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল, ইয়াবা ও গাঁজাসহ আটক ১ ঢাবি’র জহুরুল হক হল অ্যালামনাই এসোসিয়েশন পুনর্গঠন : সদস্য সচিব নিয়ে বিতর্ক রাস্তায় অভিনেতা সিদ্দিককে মারধরের ভিডিও ভাইরাল ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ঢাবি দর্শন বিভাগের মানববন্ধন অনুষ্ঠিত ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৪তম পুনর্মিলনী ও কমিটি গঠিত হয়েছে সাইদ সোহরাব ও শেখ মো. নাসিম এর নেতৃত্বে ঢাবি মুহসীন হল অ্যালামনাই এসোসিয়েশন গঠন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিসপ্লে-তে ভেসে উঠেলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, যুবদল নেতার মৃত্যু

রাজশাহী বিভাগে নতুন ভোটার ২ লাখ ৩৬ হাজার ৯৯৭

Ayesha Siddika | আপডেট: ০৯ মার্চ ২০২৫ - ০৪:৫৫:০০ পিএম

ডেস্ক নিউজ : রাজশাহী বিভাগে ভোটার সংখ্যা বেড়েছে। নতুনভাবে তালিকায় নিবন্ধিত হয়েছেন দুই লাখ ৩৬ হাজার ৯৯৭ জন। ভোটার সংখ্যা বৃদ্ধির হার এক দশমিক ৫০ শতাংশ। রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

এ নতুন ভোটাররা আগামী জাতীয় সংসদসহ স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। নির্বাচন অফিসের দেওয়া তথ্য মতে, হালনাগাদ শেষে রাজশাহী অঞ্চলে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৫৯ লাখ ৮৫ হাজার ৭৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮০ লাখ ৫৭ হাজার ২৫৬ জন। নারী ভোটার ৭৯ লাখ ২৮ হাজার ৪২২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১১২ জন।

রাজশাহী জেলা এবং মহানগরীতে ভোটার বেড়েছে ৩৫ হাজার ২৬১। এর মধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ৩২৯ জন ও নারী ভোটার আছে ১৫ হাজার ৯৬৫ জন বেড়েছে। তৃতীয় লিঙ্গের ভোটার বেড়েছে এজন। মোট ভোটার হয়েছে ২২ লাখ ৭০ হাজার ৯৯৬ জন। জয়পুরহাটে ভোটার সংখ্যা বেড়েছে ১১ হাজার ৩০০ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৪৪৬ জন ও নারী ভোটার ৪ হাজার ৮৫৪ জন। জেলায় এবার মোট ভোটারের সংখ্যা ৮ লাখ তিন হাজার ৩১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ এক হাজার ২৬৪ জন ও নারী ভোটার ৪ লাখ দুই হাজার ৩৯ জন। আগে ভোটার সংখ্যা ছিল ৭ লাখ ৯২ হাজার সাতজন।

বগুড়ায় ভোটার সংখ্যা বেড়েছে ৪১ হাজার ৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ২৩৭ জন ও নারী ভোটার ১৫ হাজার ৮২৫ জন। জেলায় মোট ভোটারের সংখ্যা ২৯ লাখ ১৬ হাজার ৩৫৬ জন। পুরুষ ভোটার ১৪ লাখ ৫৭ হাজার ৭৫৮ জন ও নারী ভোটার ১৪ লাখ ৫৮ হাজার ৫৬৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২৯ জন।

নওগাঁতে ২৯ হাজার ৫১২ জন বেড়ে মোট ভোটার দাঁড়িয়েছে ২২ লাখ ৭৯ হাজার ৭৮৫ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৪২ হাজার ২০৮ জন ও নারী ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৫৬৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন। চাঁপাইনবাবগঞ্জে নতুন ভোটার হয়েছেন ২২ হাজার ২৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৮৪০ জন ও নারী ভোটার ৮ হাজার ৩৯১ জন বেড়েছে। ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৯ হাজার ১০৭ জনে।

নাটোরে ২১ হাজার ৬৫৮ জন বেড়ে মোট ভোটার হয়েছে ১৫ লাখ ২১ হাজার ২৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার বেড়েছে ১২ হাজার ৮৪৭ জন। নারী ভোটার বেড়েছে ৮ হাজার ৮১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন বেড়েছে।

সিরাজগঞ্জ জেলায় ভোটার সংখ্যা বেড়েছে ৪০ হাজার ৮৩৭ জন। নতুন পুরুষ ভোটার হয়েছেন ২৫ হাজার ২৪ জন ও নারী ভোটার ১৫ হাজার ৮১২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার একজন। মোট ভোটারের সংখ্যা ২৫ লাখ ৯২ হাজার ৮৬৪ জন। পুরুষ ভোটার ১৩ লাখ ১৯ হাজার ৩৪৩ জন ও নারী ভোটার ১২ লাখ ৭৩ হাজার ৪৯৯ জন। তৃতীয় লিঙ্গের ২২ জন।

পাবনায় ভোটার বেড়েছে ৩৫ হাজার ১৩৬ জন। বেড়ে জেলায় মোট ভোটার সংখ্যা হয়েছে ২২ লাখ ১২ হাজার ১২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৩০ হাজার ৮৭২। নারৗ ভোটার ১০ লাখ ৮১ হাজার ২৩৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৫ জন।

 

 

কিউটিভি/অনিমা/০৯ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫৩

▎সর্বশেষ

ad