আখাউড়ায় ফ্রী মেডিকেল ক্যাম্পে সেবা পেল ১২০ রোগী 

Anima Rakhi | আপডেট: ২০ মে ২০২২ - ০৭:২৮:৫৪ পিএম
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সিএসএস-মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম আখাউড়া শাখার উদ্যোগে সিএসএস এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।শুক্রবার (২০মে) পৌরশহরের কলেজ পাড়া অ্যাডভোকেট সিরাজুল হক পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ১শ ২০জন অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়।

মেডিকেল ক্যাম্পে সিএসএস ব্রাহ্মণবাড়িয়া রিজনের রিজওনাল ম্যানেজার ইউসুফ আহমেদ, সুলতানপু শাখার ম্যানেজার মোঃ ইছানূর, আখাউড়া শাখার ম্যানেজার মোঃ শাহীনের উপস্থিতিতে একজন চিকিৎসক ও দুুইজন নার্স এই ক্যাম্পে চিকিৎসা সেবা দেন।চিকিৎসা সেবা গ্রহীতা ৫৫ বছর বয়সী ফাতেমা বেগম জানান দুইমাস যাবৎ পায়ের ব্যাথায় ভুগছেন টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না। আজকে এই ক্যাম্পে ডাক্তার চেকাপ করে ওষুধ লিখে দিয়েছেন। ৬০উর্দ্ধো রাজ্জাক মিয়া বলেন গত বছরও আমি তাদের মাধ্যমে চিকিৎসা সেবা নিয়ে উপকার পেয়েছি এবারও ডাক্তার দেখালাম আমরা দোয়া করি তাদের জন্য যারা আমাদের মত গরিব মানুষের কথা চিন্তা করে।

কিউটিভি/অনিমা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

▎সর্বশেষ

ad