
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি হেরেছে আয়ারল্যান্ড। সিলেট টেস্টের চতুর্থ দিন শেষে তারা ইনিংস এবং ৪৭ রানে পরাজিত হয়েছে। এমন পরাজয়ের পর আয়ারল্যান্ডের অধিনায়ক টাইগারদের পেস বোলিং বিভাগের প্রশংসা করেছেন।
আইরিশ অধিনায়ক এন্ড্রু বালবির্নি বলেছেন, ‘২০২৩ সালে যখন আমরা এখানে ছিলাম, তখন আমরা তাদের বোলিং শক্তির কিছুটা ইঙ্গিত পেয়েছিলাম। এবাদত, শরিফুলের মতো বোলারদের সঙ্গে, আমরা টেস্টে খালেদকেও দেখেছি। তাই অনেক সিম বোলার উঠে আসছে যাদের সম্পর্কে আমরা জানি। তবে আমি নিশ্চিত না, তারা এই ধরনের উইকেটে সবসময় কীভাবে বল করবে।’
বাংলাদেশের উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়, তাই নাহিদ রানার মতো পেসারদের উত্থান কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরে পেস বান্ধব উইকেটে নাহিদের বোলিংয়ের প্রশংসা করেছেন আয়ারল্যান্ড অধিনায়ক। বালবির্নি বলেন, ‘রানাকে ক্যারিবিয়ান ও এমন উইকেটে যেখান থেকে সে সুবিধা পায়, বল করতে দেখার পর আমি মনে করি সে খুব ভয়ঙ্কর হতে পারে।
তার মধ্যে স্পষ্টভাবে সব গুণাবলী রয়েছে। সে দ্রুত দৌড়ে এসে বল করে, এবং এটা বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার। ঐতিহাসিকভাবে বাংলাদেশ সবসময়ই স্পিনারদের জন্য পরিচিত, কিন্তু এমন পেস বোলার থাকাটা খুবই ভাল ব্যাপার। আমি মনে করি, যদি সে ভাল করতে থাকে, তবে এটি বাংলাদেশের জন্য দারুণ হবে।’
আয়শা/১৪ নভেম্বর ২০২৫,/রাত ১১:৪০






