
ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বৃহৎ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশের প্রধান অতিথি সংগঠনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) একবার ইসলামকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নবীনগর উপজেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাহবুবুর রহমান। এছাড়া জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদসহ অন্য নেতারা বক্তব্য রাখেন।
আয়শা/১৪ নভেম্বর ২০২৫,/রাত ১১:০০






