ব্রেকিং নিউজ
‘নবীন বরণ ২০২৫’ অনুষ্ঠিত হলো ড্যাফোডিল পলিটেকনিকে যমুনায় ৮ দলের প্রতিনিধি, আশপাশ এলাকায় নেতাকর্মীরা বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির  মেয়েকে ধর্ষণ, নরপিশাচ পিতার কারাদণ্ড কুড়িগ্রাম জেলা বিএনপিকে নিয়ে পাহাড়সম অভিযোগঃ ১০ মাসেও হয়নি কাউন্সিল সৈয়দ মনজুরুল ইসলাম : শিক্ষক,লেখক-সাহিত্যিক হিসেবে খ্যাতিম্যান একজনের বিদায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণ ম্যানুয়ালে উপকৃত হবেন শিক্ষার্থী ও শিক্ষক- ভিসি ড.আমানুল্লাহ ফেরদৌস বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের জনস হপকিন্সের সাথে কাজ করবে বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়  মজিদা কলেজে ৪০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ, তোলপাড় কুড়িগ্রাম

প্রশিক্ষণের সময় বিধ্বস্ত রুশ যুদ্ধবিমান, ২ পাইলট নিহত

Ayesha Siddika | আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ - ১০:৩৩:০৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাশিয়ার কারেলিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটে। প্রশিক্ষণের সময় একটি এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে দুই পাইলট নিহত হন। 

কারেলিয়া অঞ্চলের গভর্নর আর্তুর পারফেনচিকভ টেলিগ্রামে জানিয়েছেন, যুদ্ধবিমানটি একটি জঙ্গলে বিধ্বস্ত হয়। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
 
এদিকে হামলা পাল্টা হামলার মাত্রা আরও বাড়িয়েছে রাশিয়া-ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। 
 
রাশিয়ার দখলকৃত জাপোরিজঝিয়া অঞ্চলের একটি তেলের ডিপো ও একটি রুশ তেল টার্মিনালে হামলা চালানোর দাবি করেছে জেলেনস্কি বাহিনী। এদিকে কিয়েভকে মস্কোর সঙ্গে সমঝোতায় যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এ বিষয়ে যত দেরি হবে, কিয়েভের পরিণতি তত খারাপ হবে বলেও সতর্ক করেছে দেশটি।
 
স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় জাপোরিজঝিয়া অঞ্চলে ফ্রন্টলাইনে সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে একথা জানান তিনি। সৈন্যদের সঙ্গে বৈঠকের ছবিও প্রকাশ করতে দেখা যায় তাকে। 
 
জেলেনস্কির এই সফরের মধ্যেই রাশিয়ার দখলকৃত জাপোরিজঝিয়া অঞ্চলের একটি তেলের ডিপো ও একটি রুশ তেল টার্মিনালে হামলা চালানোর দাবি করে ইউক্রেনীয় বাহিনী।

 

 

আয়শা/১৪ নভেম্বর ২০২৫,/রাত ১০:৩২

▎সর্বশেষ

ad